ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জ ও রংপুরে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ নভেম্বর ২০১৮

গোপালগঞ্জ ও রংপুরে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ও রংপুর, ২৭ নবেম্বর ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা রিটার্নিং অফিসার ইউএনও নকিব হোসেন তরফদারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিনিধি দলটি গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমানের কাছে শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে কোটালীপাড়া উপজেলা রিটার্নিং অফিসার ইউএনও এসএম মাসুদুর রহমানের কাছেও মনোনয়নপত্র জমা দেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। এর আগে বেলা ১১টায় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান এবং তার সমাধি বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত শেখ সারহান নাসের তন্ময়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও প্রচার সম্পাদক বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সুভাষ জয়ধর, এসএম হুমায়ুন কবির, মুজিবর রহমান হাওলাদার, বিমলকৃষ্ণ বিশ্বাস ও শেখ কামাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল হালিম, আবুল বসার খায়ের, সোলায়মান বিশ্বাস, গাজী গোলাম মোস্তফা, আহম্মদ হোসেন মির্জা ও এসএম ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর ॥ রংপুর ৬ আসনে পীরগঞ্জ উপজেলায় মহাজোটের পক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার পক্ষে এবং নিজের পক্ষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার টি এম মোমিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে স্পীকার উপজেলার ফতেহপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সহসভাপতি ও প্রধানমন্ত্রীর বড় ভাতিজা একেএম ছায়াদত হোসেন বকুল, সাধারণ স¤পাদক ও পীরগঞ্জ পৌর মেয়রের ছোট ভাতিজা আবু সালেহ মোহাম্মদ তানজিমুল ইসলাম শামীম, জেলা মহিলা লীগ সাধারণ স¤পাদক এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন। এবার গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ এ দুটি আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী।
×