ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৪০ আসনে দলীয় মনোনয়ন শেষ করেছে বিএনপি

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ নভেম্বর ২০১৮

২৪০ আসনে দলীয় মনোনয়ন শেষ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ২৪০ আসনে দলীয় মনোনয়ন দেয়া শেষ করেছে বিএনপি। সোমবার দুপুর থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে তাদের হাতে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়। এ ছাড়া ৩০০ আসনের মধ্যে আপাতত ৬০টি আসন জোটের শরিকদের জন্য রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রয়োজন হলে ২৪০ আসন থেকে আরও কটি আসন শরিকদের ছাড়তে পারে বিএনপি। জানা যায়, ২৪০ আসনে বিএনপির মনোনয়নের চিঠি পাওয়া সবাইকে আজকের মধ্যে নিজ নিজ এলাকায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন কোন্ আসনে একক প্রার্থী কে তা জানিয়ে দেয়া হবে এবং বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। এ জন্য আগেই সকল প্রার্থীর কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন রেখে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে দ্বিতীয় দিনের মতো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নের চিঠি বিতরণ করে বিএনপি। এর আগে সোমবার প্রথম দিন রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের প্রার্থীদের মধ্যে মনোনয়নের চিঠি বিতরণ করে বিএনপি। এ রিপোর্ট লেখা পর্যন্ত যারা দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন- ঢাকা বিভাগের ঢাকা-১ ফাহিমা হোসাইন জুবলী ও খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার ও ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবীব-উন নবী সোহেল, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৪ আমিনুল ইসলাম, ঢাকা-১৬ মোহাম্মদ আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৭ মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ঢাকা-১৮ এস এম জাহাঙ্গীর হোসেন ও মোঃ বাহাউদ্দীন সাদী, ঢাকা-১৯ ডাঃ দেওয়ান মোঃ সালাহ্উদ্দিন, ঢাকা-২০ ব্যারিস্টার জিয়াউর রহমান ও সুলতানা আহমেদ। নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ সানাউল্লহ মিয়া। টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ, টাঙ্গাইল-২ সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ মাঈনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ লুৎফর রহমান মতিন ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান। ফরিদপুর-১ আসনে শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর-২ শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৪ শাহরিয়া ইসলাম শায়লা ও ইকবাল হোসেন সেলিম, গোপালগঞ্জ ২ কে এম বাবর, রাজবাড়ী-১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, কিশোরগঞ্জ-১ রেজাউল করিম, কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ শাহ সৈয়দ সরোয়ার, মুন্সীগঞ্জ-৩ আবদুল হাই, নারায়ণগঞ্জ-১ তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান ভুইয়া। নারায়ণগঞ্জ-৫ মাকসুদুল আলম খন্দকার. গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-৩ ফজলুল হক মিলন, গাজীপুর-৪ রিয়াজুল হান্নান। খুলনা বিভাগের খুলনা-৪ আসনে সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, ঝিনাইদহ-১ আসনে জয়ন্ত কুমার কু-ু, এ্যাডভোকেট আসাদুজ্জামান ও মোঃ আব্দুল ওহাব, ঝিনাইদহ-২ আব্দুল মজিদ ও এমএম মশিউর রহমান, ঝিনাইদহ-৩ কণ্ঠশিল্পী মনির খান ও মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৪ সাইফুল ইসলাম ফিরোজ ও শহীদুজ্জামান বেল্টু, মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেরপুর-২ জাবেদ মাসুদ মিল্টন ও আমজাদ হোসেন, কুষ্টিয়া-১ রেজা আহমেদ, কুষ্টিয়া-২ ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া-৩ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ মেহেদী আহমেদ রুমি, সাতক্ষীরা-১ হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা-৪ কাজী আলাউদ্দিন, নড়াইল-২ ড. ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি), যশোর-১ মফিকুল হাসান তৃপ্তি ও হাসান জহির, যশোর-৩ আনিন্দ ইসলাম অমিত ও সৈয়দ সাবেরুল হক, যশোর-৪ টিএস আইয়ুব, যশোর-৬ আবুল হোসেন আজাদ ও অমলেন্দু দাস অপু। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম-১ আসনে কামাল উদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম ইউসুফ ও নূরুল আমিন, চট্টগ্রাম-২ ডাঃ খুরশিদ জামিল ও মোঃ সালাউদ্দিন, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা ও নুরুল মোস্তফা খোকন, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, চট্টগ্রাম-৬ সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ অধ্যাপক কুতুবউদ্দিন ও শওকত আলী নুর, চট্টগ্রাম-৮ মোর্শেদ খান ও আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ ডাঃ শাহাদাত হোসেন ও শামসুল আলম, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান ও মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম-১১ আমির খসরু, চট্টগ্রাম-১২ গাজী শাহজাহান জুয়েল ও মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সারোয়ার জামাল নিজাম ও মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী। কক্সবাজার-১ হাসিনা আহমেদ, কক্সবাজার-২ আলমগীর ফরিদ, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী ও মোঃ সালাহ্উদ্দিন, বান্দরবান সাচিং প্রু জেরি ও উম্মে কুলসুম সুলতানা, রাঙ্গামাটি দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভূইয়া। ফেনী-১ আসনে খালেদা জিয়া, ফেনী-২ জয়নাল আবেদীন ভিপি, ফেনী-৩ আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মোঃ শাহজাহান, নোয়াখালী-৪ বরকতউল্লা বুলু, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম, লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম (এলডিপি), ক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজান ও শফিউল বারী বাবু। কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. মারুফ হোসেন, কুমিল্লা-২ ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. মারুফ হোসেন, কুমিল্লা-৪ সাহিদা রফিক, কুমিল্লা-৫ শওকত মাহমুদ ও মোঃ ইউনুস, কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী ও হাজি আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা -৯ আনোয়ারুল আজিম, কুমিল্লা-১০ মোবাশ্বির আলম ভুইয়া ও মনিরুল হক চৌধুরী। বি’বাড়িয়া-২ শেখ মোঃ শামিম, বি’বাড়িয়া-৩ ড. তৌফিকুল ইসলাম ও খালেদ মাহমুদ শ্যামল, বি’বাড়িয়া-৬ আব্দুল খালেক, চাঁদপুর-৫ মমিনুল হক। সিলেট বিভাগে সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোঃ আবদুস সালাম ও শফি চৌধুরী, মৌলভীবাজার-১ মোঃ নাসির উদ্দিন ও এবায়দুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ সুলতান মুহাম্মদ মনসুর (ঐক্যফ্রন্ট), সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী ও নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরিন। ময়মনসিংহ বিভাগে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আলী আজগর, ময়মনসিংহ-২ ইয়াসির খান চৌধুরী, ময়মনসিংহ-৩ তায়েবুর রহমান, ময়মনসিংহ-৪ ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ও এম আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ-৮ শাহ নূর কবির শাহীন, ময়মনসিংহ-৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ সিদ্দিকুর রহমান ও আক্তারুজ্জামান, নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আশরাফ উদ্দিন ও এটিএম আব্দুল বারী, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হেলালি ও দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, নেত্রকোনা-৪ তাহমিনা জামান শ্রাবণী, নেত্রকোনা-৫ রাবেয়া খাতুন ও আবু তাহের তালুকদার, শেরপুর-১ মোঃ হযরত আলী, শেরপুর-২ একেএম মোখলেসুর রহমান রিপন, শেরপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল ও মাহমুদ রুবেল, জামালপুর-১ রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার, জামালপুর-৫ এ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। এ ছাড়াও সোমবার রংপুর, রাজশাহী ও বগুড়া বিভাগের প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া মঙ্গলবার যেসব বিভাগের প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয় সেসব বিভাগের অনেকে আগের দিনই সংগ্রহ করে ফেলে।
×