ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টে কয়েক দফা বৈঠকেও আসন বণ্টন চূড়ান্ত হয়নি

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টে কয়েক দফা বৈঠকেও আসন বণ্টন চূড়ান্ত হয়নি

স্টাফ রিপোর্টার ॥ আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি জাতীয় ঐক্যফ্রন্টে। এ নিয়ে কয়েক দফা ফ্রন্ট নেতারা বৈঠক করেছেন। সর্বশেষ মঙ্গলবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বসেন ফ্রন্টের দুই শীর্ষ নেতা। সেখানেও চূড়ান্ত ফয়সালা আসেনি। তবে গ্রহণযোগ্য আলোচনার কথা বলছেন শীর্ষ নেতারা। সকাল ১০টার পর কামাল হোসেনের বাসায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আসন ভাগাভাগির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব। দলীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। যদিও তিনি নিজেই আগে এ রকম ঘোষণা দিয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে তাকে বারবার প্রার্থী হওয়ার অনুরোধ জানানো হলেও সিদ্ধান্তে অনড় সাবেক এই আওয়ামী লীগ নেতা। তবে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে কামাল হোসেনকে রাষ্ট্রপতি করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এ পদ নিতেও সম্মত নন সাবেক মন্ত্রী কামাল হোসেন। মনোনয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনীত হচ্ছেন। এ ছাড়া তিনি বলেন, আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে। তবে কোন দুটি আসন এখনও নিশ্চিত করেননি ড. কামাল হোসেন। বৈঠকে ইশতেহার বিষয়ে আলোচনা হয়। আজ বুধবার ইশতেহার চূড়ান্ত করা হতে পারে। গণফোরামের মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে যে কোন সময়। নির্বাচন কমিশন ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট মেনে নিচ্ছে কি না জানতে চাইলে কামাল হোসেন বলেন, না মেনে নিলে কী করা যাবে? সংসদ নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না। জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না। ফখরুল বলেন, আপাতত জোটগতভাবে নয়, দলীয়ভাবে মনোনয়ন জমা দেবেন ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনা সাপেক্ষে জোটের প্রার্থী চূড়ান্ত করে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন ফখরুল। আসন বণ্টন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৈঠক শেষে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বলেন, জোটের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে দলগুলোর যাতে সামঞ্জস্য থাকে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ইভিএম নিয়ে এত কথা বলার পরেও কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক। কমিশনারের একজন আত্মীয় নির্বাচন করছে, যা সন্দেহের উদ্রেক করছে।
×