ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর মনোনয়নপত্র জমা, আজ শেষ দিন

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ নভেম্বর ২০১৮

উৎসবমুখর মনোনয়নপত্র জমা, আজ শেষ দিন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আজকের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তফসিলের ঘোষিত সময়সীমা অনুযায়ী আজ বুধবার বিকেলে পাঁচটার মধ্যে প্রার্থীদের স্ব স্ব নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করতে হবে। প্রার্থীরা মনোনয়নপত্র সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে পারবেন। আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। এদিকে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় মন্ত্রী-এমপিরা পতাকাবাহী সরকারী গাড়ি ব্যবহার করতে পারবেন না। ব্যক্তিগত গাড়ি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। তবে আজ বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন হলেও আগে থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে সভা সমাবেশ নিষিদ্ধ হওয়া প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার আগে পরে সমর্থকদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তাকে বিজয়ী করতে। মনোনয়নপত্র জমার শেষ দিনে আগেই মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকায় গোপালগঞ্জ-৩ এ মনোনয়নপত্র দাখিল করেন। তার পক্ষে আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা রিটার্নিং অফিসারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। এদিন প্রধানমন্ত্রী ছাড়া জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাবেক মন্ত্রী দীপুমনি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া শুরু হয়েছে। তফসিল ঘোষণার দিনই মনোনয়নপত্র দেশের সব নির্বাচনী এলাকায় পৌঁছে দেয়া হয়। প্রার্থীরা দলীয় মনোনয়নপত্র জমার আগে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার পরেই তারা নিজ নিজ আসনে গিয়ে মনোনয়নপত্র জমার কাজ শুরু করেছেন। বিধান অনুযায়ী কোন দলের প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে আগে দলের মনোনয়ন নিতে হবে। দল যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে কমিশনের পক্ষ থেকে কেবল সেই ব্যক্তিই দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবেন। এর বাইরে কেউ ইচ্ছা করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার মোট ভোটার সংখ্যার শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ব্যক্তি যদি দেশ স্বাধীনের পর থেকে যে কোন একটি আসনে নির্বাচনে জয় লাভ করে থাকেন তাহলে তাকে ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরের তালিকা জমা দিতে হবে না। এছাড়াও ইসির নিবন্ধিত দলের বাইরে কোন দল নির্বাচনে অংশ নিলেও তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে। স্বতন্ত্র হিসেবেই তাকে নিয়মকানুন অনুসরণ করতে হবে। গত রবিবার থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। সোমবার থেকে দেয়া হয়েছে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের মনোনয়নের চিঠি। দল থেকে মনোনয়নপত্র পাওয়ার পরই প্রার্থীরা ছুটছেন নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এতদিন দলীয় অফিসে ভিড় থাকলেও গত কয়েকদিন ধরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তার কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন। সভা সমাবেশ করে মনোনয়নপত্র জমা দেয়া নিষিদ্ধ হলেও সমর্থকরা ব্যক্তি উদ্যোগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন। মনোনয়নপত্র জমাদানের পর প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। মনোনয়নপত্র জমা দিলেও এখনই প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরেই কেবল নির্বাচনী প্রচারের নামতে পারবেন। তার আগে নির্বাচনী প্রচার আইন অনুযায়ী নিষিদ্ধ। সারাদেশে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ॥ আজ বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন। আগের দিন মঙ্গলবার সারাদেশে প্রার্থীরা নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন আওয়মী লীগ, বিএনপি জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি মঙ্গলবার সকালে নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মিলাদ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভিন্ন জরিপে আমি এগিয়ে ছিলাম বলেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন এবং নৌকা প্রতীকে ভোট দেবেন। তিনি আরও বলেন, নির্বাচনের আচরণ বিধির প্রতি খেয়াল রেখে আমি মঙ্গলবার ভোরে এলাকায় এসেছি। ওইসময় যেন কেউ মিছিল করতে না পারে, সে জন্যই ওই সতর্কতা অবলম্বন করা হয়েছে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। দুপুর ১২টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দিপু মনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের কাছে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ সময় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বলেই আওয়ামী লীগ থেকে যোগদানের হিড়িক পড়েছে। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এদিন রাজশাহী ২ আসনে নিজের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় এসব নেতা ছাড়া বিভিন্ন আসনের প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দেন। এসব প্রার্থীর মধ্যে রয়েছে চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ-শাহরাস্তি) আ’লীগ মনোনীত প্রার্থী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম, রাজশাহী-৪ আসনের জন্য আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার এনামুল হক, খুলনা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-২ আসনে সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী, পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অধ্যক্ষ মোঃ মুহিবুর রহমান, সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ সারহান নাসের তন্ময়, বাগেটরহাট-৩ আসনে হাবিবুন্নাহার তালুকদার, বাগেরহাট-৪ আসনে ড. মোজাম্মেল হোসেন তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। এদিকে মাদারীপর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন, কর্মী সমর্থকদেন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাগুরা-২ আসনে ড. বীরেন শিকদার পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী এসএম শাহজাদা, ও ইসলামী আন্দোলনের ডাঃ কামাল হোসেন, ঢাকা- আসনে বিএনপি সাবেক এমপি আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইবনে আমান, মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাগুপ্তা ইয়াসমিন এমিলি, ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম ছাড়াও বিভিন্ন আসনে ইসির নিবন্ধিত বিভিন্ন ইসলামী দলের প্রার্থীরাও এদিন তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (এরশাদ জোট) প্রার্থী আবু সুফিয়ান খান আবেদী মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে তফসিল ঘোষণার পর সারাদেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন প্রার্থী বাছাই চলছে। কমিশনের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের না নির্দেশনা দেয়া হচ্ছে। এবারই প্রথম দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ইসির পক্ষ থেকে এবারের নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যেমন নানা নির্দেশনা দেয়া হচ্ছে তেমনি কমিশনে ডেকে এনেও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফ করা হচ্ছে। তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সতর্ক করা হচ্ছে। দায়িত্বে ব্যর্থতা বা অবহেলার পরিণতি সম্পর্কে সজাগ করা হচ্ছে।। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন এবারের নির্বাচনের প্রেক্ষাপাট ভিন্ন। সরকার সংসদ রেখে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার কোন বিকল্প কমিশনের কাছে নেই। গত ৮ নবেম্বর একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনা কেএম নুরুল হুদা। জাতীয় উদ্দেশে দেয় ভাষণে তিনি এই তফসিল ঘোষণা করেন। পরে ১২ নবেম্বর পুনতফসিলের মাধ্যমে নির্বাচন ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়। পুনতফসিল অনুয়ায়ী প্রার্থীরা আজ বুধবারের মধ্যেই তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ৯ ডিসেম্বর প্রত্যাহার শেষে প্রার্থীরা নির্বাচনী প্রচারে নামবেন। তবে প্রার্থীদের মনোনয়নপত্র দখিলে ইসির আচরণ বিধির নির্দেশনা মেনে দাখিল করতে হবে। মনোনয়নপত্র জমা থেকে নির্বাচন পর্যন্ত কোন ধরনের আচরণবিধি লঙ্ঘনে কঠোর শাস্তির বিধানের কথা স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে কোন প্রার্থী তার মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রকার মিছিল বা শোডাউন করতে পারবেন না। কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি এই আচরণবিধিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ছয় মাসের কারাদ-, অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দ-ে দ-িত করার বিধান রাখা হয়েছে। কমিশন জানিয়েছে কোন প্রার্থী যদি সরাসরি তার মনোনয়নপত্র জমা দেন তাহলে প্রত্যেকটি মনোনয়নপত্র সংশ্লিষ্ট প্রার্থী, অথবা প্রস্তাবকারী অথবা সমর্থনকারী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে চাইলে কোন প্রার্থী ইসির ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীর নাম, এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর টাইপ করে বিভাগ জেলা এবং যে আসনে মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক তা নির্ধারণ করে রেজিস্টার্ড করতে হবে। এরপর মোবাইল ওয়ানটাইপ পাসওয়ার্ড আসবে। এটি এন্ট্রি করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তার মোবাইলে ইউজার নেম এবং পাস ওয়ার্ড প্রদান করতে হবে। এরপর মনোনয়নপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে অনলাইনেই মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এ ছাড়া, গাজীপুরে ৫টি আসনে ১৪ জন, ভোলা-১ আসনে মা-ছেলে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
×