ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তালতলীতে ওয়াক্ফ এস্টেট জমির ধান লুট

প্রকাশিত: ০৪:৪০, ২৮ নভেম্বর ২০১৮

তালতলীতে ওয়াক্ফ এস্টেট জমির ধান লুট

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ নবেম্বর ॥ বরগুনার তালতলী উপজেলার লোকমান হোসেন হাওলাদার ওয়াক্ফ এস্টেটের জমির ধান লুট করে নিলেন বিএনপি নেতা নান্নু খানের নেতৃত্বে ভূমি দস্যুরা। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে হুলাটানা গ্রামে। জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামের লোকমান হাওলাদার তার ১৭ একর জমি ১৯৩২ সালে ওয়াক্ফ দলিল করে যান। ওয়াক্ফ দলিল মূলে ওয়াক্ফ নিবন্ধিত হয় যার ইসি নং ১৭৭৭৮। ওই ওয়াক্ফ এস্টেটের মোতওয়ালি নিযুক্ত হন মোফাজ্জেল হোসেন হাওলাদার। মোতওয়াল্লি নিযুক্ত হওয়ার পর থেকে মোফাজ্জেল হোসেন জমি ভোগ দখল করে আসছেন। মঙ্গলবার সকালে বিএনপি নেতা নান্নু খান, হামেজ মৃধা, শ্যান গাজী ও আবুল ভুইয়ার নেতৃত্বে নাসির মৃধা, জসিম মৃধা, রফেজ হাওলাদার, ওহাব প্যাদা, হামেদ হাওলাদার ও মাহতাব গাজীসহ ৩০-৪০ জন সন্ত্রাসীরা ২ একর জমির ধান কেটে লুট করে নিয়ে যায়। জমির ধান কাটায় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা মোফাজ্জেল হোসেন হাওলাদার ও তার পরিবারের লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। প্রাণ ভয়ে তারা নিরাপদ স্থানে আশ্রয় নেয় বলে জানান ভুক্তভোগীরা। যশোর আইনজীবী সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট আইনজীবী প্যানেলের প্রার্থী ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী আবু মোর্ত্তজা ছোট নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্যানেল ৯টি পদে ও সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী ঐক্য প্যানেল ৮টি পদে বিজয়ী হয়েছেন।
×