ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ নভেম্বর ২০১৮

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার দোগাছিয়া এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম নামে এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশের দাবি, সেলিমকে আটকের পর অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানান, একাধিক ডাকাতি মামলার আসামি সেলিমকে সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত ও তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। এ সময় সেলিমের সহযোগী একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করলে পুলিশও ১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির সময় সেলিম পালানোর চেষ্টা করলে মাথায় গুলিবিদ্ধ হয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর সেলিমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত ॥ চলাচল ব্যাহত নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৭ নবেম্বর ॥ বুধবার দুই দফায় মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বাতিল করা হয়েছে দুটি ট্রেনের ট্রিপ। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। শহরের রেলগেট আটকে যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ ও ট্রেন যাত্রীরা। জানা গেছে, ফরিদপুর থেকে দর্শনাগামী ৪২টি ওয়াগন নিয়ে এমটি মালবাহী ট্রেন ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিনের পেছনের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
×