ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার ডিগ্রী পরীক্ষা শুরু

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ নভেম্বর ২০১৮

বৃহস্পতিবার ডিগ্রী পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং ২০১৬ সালের (পুরাতন) পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হবে। সারাদেশের ১,৮১৫টি কলেজের ৬৯৬টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৭৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। স্নাতক ভর্তির আবেদন শুরু আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ এবং চলবে ৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি কিংবা ভর্তি বাতিল করেছে, সেসকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.un.ac.bd/admissions) থেকে জানা যাবে।
×