ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যমুনা সার কারখানায় আগুন ॥ উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ নভেম্বর ২০১৮

যমুনা সার কারখানায় আগুন ॥ উৎপাদন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৭ নবেম্বর ॥ সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত বিসিআইসির ভারি রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান যমুনা সার কারখানার এ্যামোনিয়া প্লান্টে মঙ্গলবার ভোরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হাইড্রোজেন গ্যাস পাইপলাইন ফেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর কর্তৃপক্ষ সার কারখানা শাট ডাউন করেছে। জানা গেছে, যমুনা সার কারখানা ১১ নবেম্বর থেকে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ শেষে ১৬ নবেম্বর ভোর থেকে কারখানা চালু করা হয়। মঙ্গলবার ভোর থেকে দানাদার ইউরিয়া সার উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোর পাঁচটার দিকে আকস্মিক এ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হাইড্রোজেন গ্যাস পাইপলাইন ফেটে আগুন ধরে যায়। সার কারখানার ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকা-ের ঘটনায় কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকা-ে ওই সেকশনের অনেক মূল্যবান পাইপলাইন, ক্যাবল ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। এ ঘটনায় গঠিত একটি তদন্ত টিম সেখানে কাজ শুরু করেছে। পঞ্চগড় স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, আটোয়ারীর লক্ষ্মীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকা-ে ৩৭টি পরিবারের শতাধিক ঘর পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে অর্ধকোটি টাকার সম্পদ। গৃহহীন হয়ে পড়েছে ৩৭টি পরিবার। মঙ্গলবার দুপুরে বৈদু্যুতিক শর্টসার্কিটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পঞ্চগড় ও বোদা থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×