ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় তিন ভুয়া সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ নভেম্বর ২০১৮

পটিয়ায় তিন ভুয়া সাংবাদিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৭ নবেম্বর ॥ ভুয়া ‘সিটিজি ক্রাইম’ টিভির তিন ব্যক্তিকে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদারের কাছে গিয়ে হুমকি-ধমকি ও পরবর্তীতে চাঁদা দাবি করলে পুলিশ গাড়িচালকসহ তিনজনকে গ্রেফতার করে হাজতে ঢুকিয়ে রাখেন। গ্রেফতারকৃতরা হলেন, শাহেদুল ইসলাম সাগর, রতন বড়ুয়া ও গাড়িচালক আনোয়ার হোসেন। এ সময় প্রভোক্স জিএল ব্র্যান্ডের গাড়ি সিটিজি ক্রাইম স্ট্রিকার লাগানো একটি গাড়ি (চট্টমেট্রো গ- ১২-৬৫৮২) ও আইডি কার্ড, ভিডিও ক্যামরা, মোবাইল, বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভুয়া সিটিজি ক্রাইম টিভিসহ বিভিন্ন অনলাইন পোর্টাল নিউজের পরিচয় দিয়ে বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি শুরু হয়েছে। সাতক্ষীরা সীমান্তে রোহিঙ্গাসহ আটক ৭ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে নারী, পুরুষ ও একজন রোহিঙ্গাসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুরুষ, তিন জন মহিলা, দুই জন শিশু ও এক জন রোহিঙ্গা পুরুষ রয়েছে। এদের মধ্যে ৬ জনের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।
×