ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইইবিতে সেমিনার

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ নভেম্বর ২০১৮

আইইবিতে সেমিনার

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘ইমপ্লিমেন্টেশন অব বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০: চ্যালেঞ্জ এ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইইবির অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জিইডি, প্লানিং কমিশনের সদস্য ও সিনিয়র সচিব অধ্যাপক ড. সামসুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর, নেদারল্যান্ড এল্যামনাই এ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবুল কাশেম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, আইইবির সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ অমিতাভ দাশ এবং বুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী এম এ মতিন। সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। -বিজ্ঞপ্তি
×