ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৪:৩৫, ২৮ নভেম্বর ২০১৮

হবিগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ নবেম্বর ॥ দুই নেতার রাজনৈতিক প্রভাব ও এলাকায় আধিপত্য বিস্তার সংক্রান্ত সৃষ্ট বিরোধে মঙ্গলবার দুপুরে লাখাইয়ের সজ্বন গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ইকবাল হোসেন (২২) নিহত ও আহত হয়েছে ৫০ জন। নিহত ব্যক্তি হবিগঞ্জের পার্শ¦বর্তী কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ১২ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওইসব কারণে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা ও লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিরাজ মিয়ার বিরোধ চলছিল। এই বিরোধ নিয়ে অষ্টগ্রামের এক বাসিন্দার সঙ্গে এক ব্যক্তির নৌকায় পারাপার নিয়ে বাগবিত-ার ঘটনা ঘটে। এরই জের ধরে ওই দিন দুপুরে উভয়পক্ষের সশস্ত্র সমর্থকরা একে অপরের বিরুদ্ধে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও ৩০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ইকবালের মৃত্যু ঘটে।
×