ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেলসি ছাড়ার ঘোষণা হ্যাজার্ডের

প্রকাশিত: ০৪:২৬, ২৮ নভেম্বর ২০১৮

চেলসি ছাড়ার ঘোষণা হ্যাজার্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে চেলসি ছাড়তে যাচ্ছেন বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। চলতি বছর না হলেও আগামী বছর স্টামফোর্ড ব্রিজ ছাড়বেন বিশ্বকাপ মাতানো এই ফরোয়ার্ড। চেলসিতে সাত মৌসুম খেলা হ্যাজার্ড গত দল বদলেও ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ইচ্ছার কথা সরাসরিই জানিয়েছিলেন তিনি। স্পেনের ক্লাবটিও তাকে পেতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত অবশ্য সেটা সম্ভব হয়নি। পরে চেলসির সঙ্গে ২০২০ পর্যন্ত নতুন চুক্তি করেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। তবে চুক্তি নবায়ন করলেও শেষ পর্যন্ত ব্লুজ শিবির ছাড়তে যাচ্ছেন তিনি। সেটা হতে পারে আগামী বছর। এক সাক্ষাতকারে এমন বলেছেন হ্যাজার্ড। তিনি বলেন, এখন আমি চেলসিতে থাকছি। যদি আমি চুক্তির মেয়াদ না বাড়াই তাহলে এটা সম্ভব। তবে আমি জানুয়ারিতে চলে যাব, এমন কোন সম্ভাবনা নেই। আমি ক্লাব ও সমর্থকদের সঙ্গে এমনটা করব না। ডিসেম্বরে থাইল্যান্ডে যাচ্ছে মেহেদীরা স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ জেতার পর বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় দলের কিশোর ফুটবলারদের সামনে নতুন মিশন আসছে। এবার তাদের অংশ নিতে হবে উয়েফা ফ্রেন্ডলি টুর্নামেন্টে। এটা উয়েফার একটি মিনি টুর্নামেন্ট প্রজেক্ট। আগামী ১০ ডিসেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হচ্ছে থাইল্যান্ডের বুরিনামে। এতে অংশ নেবে বাংলাদেশ, সাইপ্রাস, মালদ্বীপ। নেপাল থেকে ফেরার পর মোটেও বিশ্রাম পায়নি মেহেদী হাসানরা। জোরদমে চালিয়ে যাচ্ছে অনুশীলন।
×