ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেস্ট র‌্যাঙ্কিং

ইংল্যান্ডের উত্থান, শ্রীলঙ্কার পতন

প্রকাশিত: ০৪:২৫, ২৮ নভেম্বর ২০১৮

ইংল্যান্ডের উত্থান, শ্রীলঙ্কার পতন

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের দ্বিতীয়স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। ১০৮ রেটিং নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে ইংলিশরা। সিরিজে বাজে পারফর্মেন্সের ফলে সাতে নেমে যেতে হয়েছে শ্রীলঙ্কাকে। তাদের রেটিং ৯৩। সিরিজ শুরুর আগে ১০৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ছিল ইংল্যান্ড। আর ৯৭ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে ছিল শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। প্রথম টেস্ট ২১১ রানে, দ্বিতীয় টেস্ট ৫৭ রানে ও তৃতীয় ম্যাচ ৪২ রানে জিতে নেয় ইংলিশরা। সেখানে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে যায় ইংল্যান্ড। সিরিজ শুরুর আগে প্রোটিয়াদের সঙ্গে ইংল্যান্ডের রেটিং ব্যবধান ছিল ১। এখন রেটিং ব্যবধান ২। অন্যদিকে সিরিজ শুরুর আগে ৯৭ রেটিং নিয়ে পাকিস্তানের ওপরে ছিল শ্রীলঙ্কা। দুই রেটিং বেশি নিয়ে ষষ্ঠস্থানে ছিল তারা। সিরিজ হেরে যাওয়ায় পাকিস্তানের নিচে নেমে গেছে লঙ্কানরা। এখন ২ রেটিং কম শ্রীলঙ্কার। হোয়াইটওয়াশ হওয়ায় ৪ রেটিং হারিয়েছে শ্রীলঙ্কা। ১১৬ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। এরপর আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাইবুয়ে। বাংলাদেশের সংগ্রহে আছে ৬১ রেটিং।
×