ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস হকি

নৌবাহিনীর বড় জয়, শূট আউটে জয় বিমানবাহিনীর

প্রকাশিত: ০৪:২৪, ২৮ নভেম্বর ২০১৮

নৌবাহিনীর বড় জয়, শূট আউটে জয় বিমানবাহিনীর

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হকি প্রতিযোগিতা। উদ্বোধনী দিনের খেলায় জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী। নৌবাহিনী ১৩-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। জয়ী দলের আশরাফুল ইসলাম (সবগুলোই পিসি থেকে) এবং মাইনুল ইসলাম (সবগুলোই ফিল্ড গোল) তিনটি করে গোল করেন। এছাড়া ২টি করে গোল করেন ফজলে হোসেন রাব্বি (ফিল্ড গোল), দীন ইসলাম ইমন (ফিল্ড গোল) এবং (১টি পিসি ও ১টি ফিল্ড গোল)। ১টি করে গোল করেন মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার এবং রাসেল মাহমুদ। দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনাবাহিনী বনাম বাংলাদেশ বিমানবাহিনীর মধ্যে নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র হয়। শূট আউটে বিমানবাহিনী ৩-২ গোলে সেনাবাহিনীকে হারায়। নির্ধারিত সময়ের খেলায় বিমানবাহিনীর হয়ে গোল করেন সিফাত ২টি, প্রসেনজিৎ ও সিরাজী ১টি করে। সেনাবাহিনীর হয়ে গোল করেন রোকনুজ্জামান ২টি, মিলন হোসেন এবং পুস্কর ক্ষিসা ১টি করে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান এসআইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী ওসমান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×