ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপে বিদেশী রেফারির দাবি বসুন্ধরা কিংসের

প্রকাশিত: ০৪:২৪, ২৮ নভেম্বর ২০১৮

স্বাধীনতা কাপে বিদেশী রেফারির দাবি বসুন্ধরা কিংসের

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশী রেফারি রাখার দাবি জানিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচ ভেন্যুতে দেশী-বিদেশী ফুটবলারদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে নবাগত ক্লাবটি। এদিকে সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ ফাইনালের হতাশা ভুলে স্বাধীনতা কাপে মনোযোগ দিচ্ছে ‘দ্য কিংস’ বসুন্ধরা। শিরোপা জিততে চান দলটির স্প্যানিশ হেড কোচ অস্কার ব্রুজেন। বড় বাজেটের দল গড়ে দারুণ সাড়া ফেলেছে নবাগত বসুন্ধরা কিংস। অভিষেক আসরে বাজিমাত হয়নি, ফেডারেশন কাপের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও এএফসি কাপে খেলার স্বপ্ন তাদের পূরণ হচ্ছে না। দুইদিনের ছুটি শেষে আবারও অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস। নতুন টুর্নামেন্ট, নতুন চ্যালেঞ্জ, টার্গেটও অভিন্ন। চ্যাম্পিয়ন হতে চায় স্বাধীনতা কাপে। তবে এই কাজটি এত সহজ হবে না মানছেন কোচ অস্কার ব্রুজেন। গ্রুপপর্বের বাধা টপকাতে তাদের হারাতে হবে অপর দুই শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়াচক্র এবং শেখ জামাল ধানম-িকে। অস্কার ব্রুজেন বলেন, ‘সত্যি বলতে আমি অনেক হতাশ। তবে বসে থাকার উপায় নেই। স্বাধীনতা কাপে গ্রুপপর্বেই কঠিন চ্যালেঞ্জ নিতে হচ্ছে। আশা করছি এবার ইনজুরিমুক্ত হয়ে খেলতে পারবে আমার খেলোয়াড়রা।’ প্রথম বড় টুর্নামেন্ট খেলেই রানার্সআপ, প্রাপ্তিটা কম নয়। চ্যাম্পিয়ন হতে না পারার পেছনে অন্য কোন ইস্যু নয়, নিজেদের ভুল কৌশলকেই চিহ্নিত করেছে টিম ম্যানেজমেন্ট। স্বাধীনতা কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া বসুন্ধরা কিংস। গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশী রেফারি রাখার দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের এমন দাবির যৌক্তিক কারণ রয়েছে। ফেডারেশন কাপের ফাইনালে প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় বসুন্ধরা। তবে দ্বিতীয়ার্ধে রেফারি আবাহনীর পক্ষে বাঁশি বাজিয়েছেন বলে অভিযোগ করে বসুন্ধরা। দুর্বল রেফারিংয়ের কারণে দুই দলের খেলোয়াড়রা শক্তি প্রয়োগ করে খেলে। সেটা শেষ পর্যন্ত ভয়াবহ মারমারিতে গড়ায়। যার পার্শ্ব-প্রতিক্রিয়ায় দুই দলের চার ফুটবলারকে লালকার্ড পেয়ে বহিষ্কৃত হতে হয়। রেফারি ছিলেন মিজানুর রহমান। দেশের ফুটবলে এক ম্যাচে চার লালকার্ডÑ এমন ঘটনা এর আগে ঘটেছে কি না তা গবেষণার বিষয়। ওই রেফারির বিরুদ্ধে বসুন্ধরার বাফুফের কাছে অভিযোগ পেশ করার কথা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপের খেলা। ২ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আর ৫ ডিসেম্বরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শেখ রাসেল। গত ১৩ অক্টোবর সবার আগে দলবদল সম্পন্ন করে বসুন্ধরা। তিন বিদেশীর সঙ্গে ৩০ দেশী ফুটবলারÑ মোট ৩৩ জনকে রেজিস্ট্রেশন করায় ক্লাবটি। এদের মধ্যে বর্তমান জাতীয় দলেরই আছেন নয় ফুটবলার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার তারকা ড্যানিয়েল কলিনড্রেসকে দলভুক্ত করেই সবচেয়ে বড় চমকটি দেখায় তারা। এছাড়া যোগ দেন ব্রাজিলের মার্কোস ভিনিসিয়াস। থাইল্যান্ড লীগে খেলে আসেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। কোচ হিসেবে নেয় মালদ্বীপের নিউ রেডিয়েন্টের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনকে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেয়া হয় একযুগেরও বেশি সময় বাফুফেতে কাজ করা বিএ জোবায়ের নিপুকে। ব্রোজেনের সহকারী হিসেবে নেয়া হয় বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মাহবুব আলম রক্সি এবং ফয়সাল মাহমুদকে। স্প্যানিশ ফিটনেট ট্রেনার জাভিয়ারের সঙ্গে গোলরক্ষক কোচ হিসেবে নেয়া হয় মোহাম্মদ সেলিমকে। ফেডারেশন কাপের ক’দিন আগেই মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে (নীলফামারীতে অনুষ্ঠিত) ৪-১ গোলে জিতে নিজেদের শক্তির জানানটা ভালমতোই দেয় বসুন্ধরা। এখন দেখার বিষয়, বাফুফের কাছে বিদেশী রেফারির দাবি জানিয়ে সফল হয় কি না বসুন্ধরা কিংস।
×