ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকি ফেডারেশনের সিদ্ধান্তে মোহামেডানের ক্ষোভ

প্রকাশিত: ০৪:২৩, ২৮ নভেম্বর ২০১৮

হকি ফেডারেশনের সিদ্ধান্তে মোহামেডানের ক্ষোভ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি দলের ম্যানেজার ও লীগ কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স এবং সহকারী ম্যানেজার আসাদুজ্জামান চন্দনের একতরফা শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মোহামেডান। একটি বিবৃতিতে তারা জানিয়েছে গত ৭ জুন প্রিমিয়ার লীগের মোহামেডান-মেরিনারের ম্যাচে ফেডারেশনের মুখ্য কর্মকর্তাদের অনুপস্থিতি রীতিমতো হতাশাজনক ছিল। লীগ কমিটির সেক্রেটারির দুর্বল নেতৃত্ব এবং মাঠে ফেডারেশন সংশ্লিষ্ট নন কিছু সংখ্যক ব্যক্তির অবৈধ অনুপ্রবেশ ও হস্তক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তোলে। মাঠে উপস্থিত মোহামেডান ক্লাবের ম্যানেজার ও লীগ কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স এবং সহকারী ম্যানেজার আসাদুজ্জামান চন্দন পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী ছিলেন। ওই ম্যাচে বাকবিত-তার একপর্যায়ে তারা মাঠের পরিবেশ নষ্ট ও অবৈধ ব্যক্তিবর্গের হস্তক্ষেপ এবং ফেডারেশন কর্মকর্তাদের ব্যর্থতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। কোন রকম হাতাহাতি বা ভাংচুর কার্যক্রমে তারা সম্পৃক্ত ছিলেন না। অথচ অন্যায়ভাবে এই দু’জনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ও একলাখ টাকা করে জরিমানা করা হয়। ফেডারেশনের এহেন একতরফা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে মোহামেডান জানায়, বাহফের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
×