ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলির চ্যালেঞ্জ দেখছেন ওয়াসিম

প্রকাশিত: ০৪:২১, ২৮ নভেম্বর ২০১৮

কোহলির চ্যালেঞ্জ দেখছেন ওয়াসিম

স্পোর্টস রিপোর্টার ॥ কোহলি ‘দ্য রান মেশিন’। চাপ উপভোগ করেন। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে ভালবাসেন। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে তুলে এনেছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। অনেকেই তাকে শচীন টেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি মনে করেন। পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরামের মতে নেতৃত্বে-ব্যাটিংয়ে কোহলি আসলেই কতটা ভাল, এবারের অস্ট্রেলিয়া সফরে সেটি প্রমাণ হয়ে যাবে। প্রমাণ কিন্তু তিনি ইতোমধ্যে দেয়া শুরু করে দিয়েছেন। শেষ টি২০ জিতে ভারত যে ১-১এ সিরিজ রক্ষা করেছে, তাতে বড় অবদান মিষ্টার ক্যাপ্টেনেরই। সিডনিতে ৪১ বলে খেলেছেন অপরাজিত ৬১ রানের বিধ্বংসী ইনিংস। ৬ ডিসেম্বর এ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু চার টেস্টের আলোচিত দ্বৈরথ। ওয়াসিম আকরাম বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কোহালি আসলেই কেমন, সেটা বোঝা যাবে এই সিরিজে।’ কিছুটা পরামর্শ রেখে সাবেক পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ‘কোহলির সামনে এটা সেরা সুযোগ। অস্ট্রেলিয়া দল হিসেবে অনভিজ্ঞ। ভারতের তাই ঝাঁপিয়ে পড়া উচিত। আমার অবশ্য ভারত-পাকিস্তান বোলাররা অস্ট্রেলিয়ায় এলে অন্য চিন্তা হয়। বাড়তি বাউন্সে যেন বেশি উৎসাহী হয়ে না পড়ে, সেটাই সমস্যা। ভারতীয় বোলারদের কিন্তু একদমই শর্ট বল করলে চলবে না। সামনে বল রাখতে হবে।’ নাম্বার ওয়ান দল হিসেবে এ বছর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে কোহলি ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেললেও সিরিজ উপহার দিতে পারেননি। অস্ট্রেলিয়াতেও কিং কোহলিকে নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। চার বছর আগে ডনের দেশে গিয়ে চার টেস্টে চারটি সেঞ্চুরি করা সেই ব্যাটসম্যান এখন বিশ্বসেরাদের একজন, ভারত অধিনায়ক। কোহলিকে সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে। সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় গিলক্রিস্ট বলেছেন, ‘২০১৪তে আমাদের দেশে এসে দুরন্ত খেলেছিল বিরাট (চার টেস্টে ৮৬.৫০ গড়ে মোট রান করেছিলেন ৬৯৪)। গত কয়েকদিন ধরে আমি ওর সঙ্গে কথা বলেছি। দেখেছি কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ও এবং সিডনিতে ওর ব্যাটিং যা দেখলাম তাতে ও সফল না হলেই বরং আমি অবাক হব।’ অবশ্য কোহালি সফল হলেই যে ভারত জিতবে এমন মনে করেন না গিলক্রিস্ট। ক্রিকেটে উইকেটকিপিংয়ের ধারণা পাল্টে দেয়া এ তারকা আরও বলেন, ‘কোহলির চারপাশে অন্য ভারতীয় ব্যাটসম্যানরা কেমন খেলছে তার ওপরে সিরিজের ভাগ্য নির্ভর করবে। ওরা কি পারবে বিরাটকে উপযুক্ত সমর্থন দিতে? বোলারদের হাতে যথেষ্ট রান তুলে দিতে, যাতে ওরা অস্ট্রেলিয়ার ২০টা উইকেট তুলে নিতে পারে? সেটাই দেখার। সুপার কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার বিশেষ পরিকল্পনা কী থাকতে পারে? এমন প্রশ্নের জবাবে আধুনিক অস্ট্রেলিয়ার অন্যতম সফল এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জবাব, ‘আমার পক্ষে বলা কঠিন, কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার নকশা কি হতে পারে। আমার মনে হয়, অস্ট্রেলিয়াকে ধৈর্য ধরতে হবে। পুরনো আমলের সেই ধৈর্য ধরার টেস্ট ক্রিকেটীয় নীতিই অনুসরণ করতে হবে। চেষ্টা কর আগে ভাগে উইকেট তুলতে যাতে কোহলিকে নতুন বলে আক্রমণ করতে পারে আমাদের বোলাররা।’ সফরে চার টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে কোহলি এ্যান্ড কোং।
×