ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানে ভর্তুকি দিয়ে আইফোন ১০ বিক্রি

প্রকাশিত: ০৩:৫৯, ২৮ নভেম্বর ২০১৮

জাপানে ভর্তুকি দিয়ে আইফোন ১০ বিক্রি

জাপানে আইফোন ১০আর-এর খরচ কমাতে টেলিযোগাযোগ অপারেটরদের ভর্তুকি দিয়ে সহায়তার পরিকল্পনা করছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। এটি আইফোন ১০আর-এর বিক্রি যে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না তার সর্বশেষ আভাস বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। চলতি মাসের শুরুতে জাপানী দৈনিক নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়, এ্যাপল সরবরাহকারীদের আইফোন ১০আর-এর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাতিল করতে বলেছে। এর মাধ্যমে বোঝা যায় যেমনটা প্রত্যাশা করা হয়েছিল আইফোন ১০আর-এর জন্য তেমন চাহিদা পাওয়া যাচ্ছে না। এ্যাপল বিশ্লেষক হিসেবে খ্যাত মিং-চি কুও শুরুতে আইফোন ১০আর নিয়ে বেশ আশাবাদী ছিলেন। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে তিনি আইফোন ১০আর বিক্রি নিয়ে তার দেয়ার আগের প্রত্যাশিত সংখ্যা তিন কোটি কমিয়ে আনেন। চলতি বছর এ্যাপলের আনা তিন আইফোনের মধ্যে আইফোন ১০আর সবচেয়ে সস্তার। -অর্থনৈতিক রিপোর্টার
×