ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ নভেম্বর ২০১৮

নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা। এর মধ্যে কেবল মীরসরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চল নিয়ে গঠিত বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল সিটিতেই বিনিয়োগ প্রস্তাব ১১ বিলিয়ন ডলারের বেশি। সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে, দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও, বেশ কয়েকটি বিদেশী প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। এই অঙ্ক আরও বাড়াতে নানামুখী উদ্ভাবনী ও বিনিয়োগবান্ধব উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান। কয়েক বছর ধরেই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ধূম পড়েছে পুরো বাংলাদেশ জুড়ে। দক্ষিণ থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে পূর্ব- সবখানেই নানামুখী কর্মকা-ে ব্যস্ত বেজা। এরই মধ্যে বিনিয়োগের জন্য প্রস্তুতির পথে ২৬টি অঞ্চল। যার কোনটিতে শুরু হয়েছে শিল্পোৎপাদনও। বেজার হিসাব বলছে, গেল বছর দুয়েকে এই অঞ্চলগুলোতে বিনিয়োগের প্রস্তাব এসেছে প্রায় ১৮ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা প্রায় দেড় লাখ কোটি।
×