ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর অব্যাহতি এনবিআরের জঙ্গল ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ নভেম্বর ২০১৮

কর অব্যাহতি এনবিআরের জঙ্গল ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর অব্যাহতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জঙ্গলে পরিণত হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘কর অব্যাহতি কমানো দককার অথবা কোন বিষয়ে কর ছাড় হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।’ একই সঙ্গে এনবিআরের সংস্কার আনতে তিনি আরও দুটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ট্যারিফ মূল্যকে বিদায় করা দরকার, অথবা দারুণভাবে কমিয়ে আনা দরকার। সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়নে যে দুর্বলতা আছে তাও কমাতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিক আবু কাওসারের লেখা ‘রাজস্ব ভাবনা যেতে হবে বহুদূর’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। বইটিতে দেশের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তর তথ্য উঠে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন সাবেক চেয়ারম্যান ও রাজস্ব সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সাক্ষাতকারও বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, উন্নত দেশের মতো বাংলাদেশেও করের একক হার হওয়া উচিত। পরে যদি কারো ওপর থেকে কর হার কমাতে হয় বা কাউকে কর অবকাশ দিতে হয় তা করতে হবে। একেক বছর একেক ধরনের কর হার হওয়া উচিত নয়। কারণ এর ওপরও বিনিয়োগ সিদ্ধান্ত নির্ভর করে। কর আদায়ে কঠোর হলেই বেশি কর আদায় সম্ভব নয়। করদাতাদের সহযোগিতা ছাড়া কর আদায় বাড়ে না।
×