ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোনাস সমন্বয়ের পর এটলাসের দর কমেছে

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ নভেম্বর ২০১৮

বোনাস সমন্বয়ের পর এটলাসের দর কমেছে

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ কমেছে। যদিও মঙ্গলবার এটলাস বাংলাদেশ সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১৫ টাকা ১০ পয়সা বা ১১.৫৬ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়। সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। মঙ্গলবার ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৩০ টাকা ৬০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১১৮ টাকা ৭০ পয়সা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১১৫ টাকা ৫০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×