ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

প্রকাশিত: ০৩:৫৪, ২৮ নভেম্বর ২০১৮

দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এক কোম্পানি এবং একটি সিকিউরিটিজ হাউজের পরিচালকদের বিরুদ্ধে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সেন্ট্রাল ফার্মা ॥ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ আইনসমূহ ভঙ্গ করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ৪ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৩০ জুন ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীতে বিধিবদ্ধ নিরীক্ষক চাটার্ড এ্যাকাউন্টেন্ট যোহা জামান কবীর রশীদ এ্যান্ড কোম্পানি কোয়ালিফাইড ওপিনিয়ন প্রদান করেন। কিন্তু কোম্পানি তাদের বার্ষিক প্রতিবেদনে আনকোয়ালিফাইড অডিট ওপিনিয়ন সংযুক্ত করে বার্ষিক প্রতিবেদন কমিশন, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের প্রদান করে। নিরীক্ষকের কোয়ালিফাইড ওপিনিয়নে ছিল স্বল্পমেয়াদী ঋণের সুদ ও কুঋণের জন্য সিঞ্চিতির (প্রভিশন) ব্যবস্থা না করা, দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ ও দীর্ঘমেয়াদী অংশ আলাদা না করা, অগ্রিম কর ও কর দায় সমন্বয় না করা এবং কোম্পানির খরচসমূহ ব্যাংক হিসাবের মাধ্যমে নির্বাহ না করে নগদে নির্বাহ করা। ডিএসই উক্ত হিসাব বিবরণী পরীক্ষাপূর্বক কোম্পানির বর্ণিত কার্যাবলীর জন্য সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর সেকশন ১২ (২), বিএএস-১ এর অনুচ্ছেদ ৪০এ, ৪০বি, ৬০ ও ৬৪, বিএএস২১ এর অনুচ্ছেদ ২৮ এবং সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ আইনসমূহ ভঙ্গ হয়েছে মর্মে উল্লেখ করে। এই আইনসমূহ লঙ্ঘনের জন্য কমিশন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত ব্যতীত) ৪ লাখ টাকা করে জরিমানা করেছে। এছাড়াও উপরোক্ত লঙ্ঘনসমূহ সংশোধন না করা পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালকরা কোম্পানি থেকে কোন প্রকার লভ্যাংশ, পারিতোষিক এবং অন্যান্য সুবিধাদি গ্রহণ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইন্ডিটেক সিকিউরিটিজ ॥ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত হিসাব কমিশনে দাখিলে ব্যর্থ হওয়ায় শাস্তির কবলে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার ইন্ডিকেট সিকিউরিটিজের পরিচালকরা। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ শাস্তির সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, ইন্ডিকেট সিকিউরিটিজ এ্যান্ড কনসালটেন্ট তাদের ৩০ জুন ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী কমিশনে দাখিল করতে ব্যর্থ হয়। এজন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিশন ইন্ডিকেট সিকিউরটিজ এ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের পরিচালকদের কোন পারিতোষিক প্রদান না করা, কোন প্রকাশ লভ্যাংশ প্রদান না করা, ঋণ বা অগ্রিম প্রদান না করা, প্রশাসনিক ব্যয় ও দৈনন্দিন কার্যনির্বাহ ব্যতীত কোম্পানির রিটেইন্ড আর্নিংস ও রিজার্ভ ফান্ড থেকে অর্থ প্রধান ও উত্তোলন করতে না দেয়া এবং উপরোল্লিখিত নিষেধাজ্ঞা ব্যতীত অন্যান্য সকল লেনদেন কোম্পানির আর্টিকেলস অব এ্যাসোসিয়েশনের আর্টিকেল অনুযায়ী সম্পাদন। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইন্ডিকেট সিকিউরিটিজ এ্যান্ড কনসালটেন্ট লিমিটেডকে শেয়ারহোল্ডার হিসাবে কৌশলগত বিনিয়োগকারী হতে হস্তান্তরিত শেয়ারের মূল্য বাবদ প্রাপ্য অর্থ প্রদানের বিষয়টি নিরীক্ষিত হিসাব বিবরণী যথাযথভাবে দাখিল করা পর্যন্ত সাময়িক স্থগিত রাখবে।
×