ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসকে ট্রিমের পণ্য বিক্রি বেড়েছে ১১৫ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৩, ২৮ নভেম্বর ২০১৮

এসকে ট্রিমের পণ্য বিক্রি বেড়েছে ১১৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৮) পণ্য বিক্রয় বেড়েছে ১১৫ শতাংশ। যার ওপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৭৪ শতাংশ। তবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় ইপিএস বেড়েছে ১৭৩ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। ইমপেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইনভেস্টমেন্টের মাধ্যমে ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ইস্যুর মাধ্যমে মোট ৩০ কোটি টাকা সংগ্রহ করে। যে কোম্পানিটির শেয়ার দর সোমবার ৪৮ টাকায় রয়েছে। দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক কোম্পানিটির ২৯ কোটি ৬৭ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১৩ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ১৫ কোটি ৯০ লাখ টাকার বা ১১৫ শতাংশ। আগের বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ১০ কোটি ৭৯ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৭৮ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ২ কোটি ৯৮ লাখ টাকা। আর এ বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের বিপরীতে ৭৮ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ২৩ কোটি ১৮ লাখ টাকা। যাতে মোট মুনাফা হয়েছে ৬ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে মোট বেড়েছে ৩ কোটি ৫০ লাখ টাকার বা ১১৭ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয়ের তুলনায় পরিচালন ব্যয় নামমাত্র বেড়েছে। তবে সুদজনিত ব্যয় কমেছে। কোম্পানিটির আগের বছরের প্রথম প্রান্তিকের ৯২ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৯৪ লাখ টাকা। আর ৭৮ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর কমে হয়েছে ২৭ লাখ টাকা। কোম্পানিটির প্রথম প্রান্তিকে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.৭১ টাকায়। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১ কোটি ৫ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.২৬ টাকা। এ হিসাবে নিট মুনাফা বেড়েছে ৩ কোটি ৯৩ লাখ টাকা বা ৩৭৪ শতাংশ। তবে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ০.৪৫ টাকা বা ১৭৩ শতাংশ। এর প্রধান কারণ হিসেবে রয়েছে আইপিওতে ৩ কোটি শেয়ার ইস্যু। যাতে কোম্পানিটির ৪ কোটি শেয়ার বেড়ে হয়েছে ৭ কোটি।
×