ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই সহকর্মীর মধ্যে ঝগড়ায় একজনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৫০, ২৭ নভেম্বর ২০১৮

রাজধানীতে দুই সহকর্মীর মধ্যে ঝগড়ায় একজনের মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকার একটি বাসায় দুই সহকর্মীর মধ্যে ঝগড়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ইমাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে পশ্চিম রাজাবাজারের ৫৮/৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ইমাম হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ইমামের সহকর্মী কার্তিক লোধ জানান, তাঁরা মেডিকেল সরঞ্জাম সরবরাহ প্রতিষ্ঠান হসপি ল্যাবে চাকরি করেন। ইমাম হোসেন মার্কেটিংয়ে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানেরই ঠিক করে দেওয়া বাসায় থাকতেন তাঁরা। গতকাল দিবাগত ১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে ইমাম ও সাজ্জাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে তাঁরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ সময় ইমাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমাম হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান বলেন, ‘দুই সহকর্মীর মধ্যে ঝগড়ার একপর্যায় ইমাম হোসেনের মৃত্যু হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। কিন্তু ইমামের বুকের মাঝখানে ছোট একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।’
×