ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ০৬:৫২, ২৭ নভেম্বর ২০১৮

সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৬ নবেম্বর ॥ কচুয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার অংশ হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ১ হাজার ৫ শ’ ৮৩ জন কৃষকের মাঝে বোরো, সরিষা, ভুট্টা, বিটি বেগুনের বীজ ও জনপ্রতি ৩০ কেজি করে এমওপি, ডিএপি সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুমনদে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা, সনতোষ চন্দ্র দেবনাথ প্রমুখ। নারী উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২৬ নবেম্বর ॥ এক নারী শ্রমিককে উত্ত্যক্ত করায় দিপু রহমান নামের যুবককে তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে ওই যুবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া তিন মাসের কারাদ- প্রদান করে। দিপু শহরের মুন্সিপাড়ার খলিলুর রহমানের ছেলে। সে পেশায় একজন অটোচালক বলে জানা গেছে। জানা যায়, ইভটিজিংয়ের শিকার ওই নারী সৈয়দপুর প্লাজার একটি কারখানায় কাজ করতেন। অটোচালক দিপু প্রায় তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এতে ওই নারী শ্রমিক প্রতিবাদ করলে তাকে ভয়-ভীতি দেখানো হতো। পরে তিনি থানায় অভিযোগ প্রদান করেন।
×