ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পাকা ধান কেটে নিল প্রতিপক্ষরা

প্রকাশিত: ০৬:৫১, ২৭ নভেম্বর ২০১৮

নওগাঁয় পাকা ধান কেটে নিল প্রতিপক্ষরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ নবেম্বর ॥ মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খেতের পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। সোমবার সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে কাটা ধান জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ। ভুক্তভোগী মমতাজ হোসেন জানান, গাংতা মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া ১ দশমিক ৯০ একর সম্পত্তি ১৯৭২ সালে ভুলবশত একই গ্রামের তছির উদ্দিন মণ্ডল ও মছির উদ্দিন ম-লের নামে রেকর্ডভুক্ত হয়। বিষয়টি জানাজানির পর আমার দাদা মজু মোল্লা ১৯৭৯ সালে মামলা দায়ের করলে ১৯৮২ সালে বাদীর পক্ষে রায় প্রদান করেন আদালত। এরপর থেকে আমিসহ ওয়ারিশগণ উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছি। মমতাজ হোসেন আরও জানান, চলতি মৌসুমে ওইসব জমিতে আমন ধান রোপণ করা হয়। জমির ধানগুলো পেকে যাওয়ায় তা কাটার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষ ইমাজ উদ্দিন ও এমদাদুল হকের নেতৃত্বে ৩৫-৪০ জন ভাড়াটিয়া লোক ওইসব জমির ধান কাটতে শুরু করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে কেটে নেয়া ধান জব্দ করে স্থানীয় মাতবর লুৎফর রহমানসহ কয়েকজনের হেফাজতে দিয়েছে পুলিশ।
×