ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিমন্ত্রী পঞ্চমবারের মতো নৌকার মাঝি হওয়ায় আনন্দের বন্যা

প্রকাশিত: ০৬:৫০, ২৭ নভেম্বর ২০১৮

ভূমিমন্ত্রী পঞ্চমবারের মতো নৌকার মাঝি হওয়ায় আনন্দের বন্যা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়ায়) আসনে পঞ্চমবারের মতো আবারও নৌকার মাঝি হলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। তিনি নব্বইয়ের গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাবিবুর রহমান হাবিবকে পরাজিত করে বিজয়ী হওয়া বিএনপির সিরাজুল ইসলাম সরদারকে পরাজিত করে ৯৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে তিনি বার বার নৌকার মাঝি হয়ে নির্বাচিত হন এবং ঈশ্বরদীর ইতিহাসে প্রথম কোন মন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়ে এলাকাবাসীকে সম্মানিত করেন। মন্ত্রী হওয়ার পর বেশিরভাগ রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। এদিকে রবিবার বিকেলে তাকে পুনরায় পাবনা-৪ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী মনোনয়নের ঘোষণা দেয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে আনন্দের ঝড় ওঠে। পঞ্চমবারের মতো নৌকার মাঝি হওয়ার সংবাদের পর থেকে নেতাকর্মীরা এলাকায় মিষ্টি মুখ করেন এবং তাকে সংবর্ধনা দেয়া হয়। নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৬ নবেম্বর ॥ সদরের মাইজপাড়া ইউনিয়নের সলুয়া গ্রামে পুকুরে ডুবে শিশু আফসানার (২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আফসানা সলুয়া গ্রামের মিলটন মোল্যার মেয়ে। জানা যায়, খেলার সময় সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় আফসানা।
×