ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ॥ আটক ৭

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ নভেম্বর ২০১৮

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ॥ আটক ৭

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক করা হয় ৭ জনকে। অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬০ মণ মিষ্টিসহ ভেজাল খাদ্য ধ্বংস করা হয়। ওইসব প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। জানা যায়, মুড়াপাড়া বাজার এলাকায় ইসলামীয়া মিষ্টান্ন ভা-ার, সুভাস মিষ্টান্ন ভা-ার ও ইলিয়াছের বেকারি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে প্রতিষ্ঠান চালানো হচ্ছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ ছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বিকেলে ওই তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া সঙ্গে সঙ্গে ভেজাল খাদ্য তৈরি করার বিষয়টিও প্রমাণ পাওয়া যায়। মিষ্টি, ছানা, রসমালাই, সিরাসহ খাবার সামগ্রীতে মশা-মাছি মরে পচে থাকতে দেখা যায়। এসব অপরাধের দায়ে কারখানার শ্রমিক মারফত আলী, অরুণ বিশ^াস, নুরুল ইসলাম, দিল মোহাম্মদ, আবুল কালাম, শীতল ঘোষ, ফাইজুদ্দনকে আটক করা হয়। এসময় প্রায় ৬০ মণ মিষ্টিসহ ভেজাল খাবার সামগ্রী মাটিতে ফেলে ধ্বংস করে দেয়া হয়। ওইসব প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পর্যায়ক্রমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
×