ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে নৌকার পালে হাওয়া ॥ দ্বন্দ্বে বিএনপি জামায়াত

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ নভেম্বর ২০১৮

বাঁশখালীতে নৌকার পালে হাওয়া ॥ দ্বন্দ্বে বিএনপি জামায়াত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৬ নবেম্বর ॥ দ্বিধা-দ্বন্দ্বে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে আসনে নৌকার পালে হাওয়া বইতে শুরু করেছে। বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোয়ন চূড়ান্ত করায় তৃণমূল আওয়ামী লীগে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এই মনোনয়নকে ঘিরে পুরো উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অপর দিকে মহাজোটের জামায়াত-বিএনপির প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় হাই কমান্ডের নীতি নির্ধারক মহাজোট কর্তৃক মনোনয়ন প্রদান করলেও উপজেলার জামায়াত ও বিএনপি’র প্রার্থীরা স্ব স্ব অবস্থান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বিএনপি’র পক্ষ থেকে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন প্রদান করেছে। অপরদিকে মহাজোটের তোয়াক্কা না করে স্থানীয় জামায়াত আমীর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র গ্রহণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছে। যার দরুন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মহাজোটের প্রার্থী থাকবে কি থাকবে না তা চরমে পৌঁছেছে। এদিকে বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দলীয় হাই কমান্ড মনোনয়ন প্রদান করায় অন্যান্য ১১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও স্ব স্ব অবস্থান থেকে তাকে সাধুবাদ জানিয়েছেন। সোমবার (২৬ নবেম্বর) তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বড় বিষয় নয়, নৌকার মাঝি যেই আসুক না কেন তারা তার পক্ষেই মাঠে কাজ করে যাবে বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তৃণমূলের আওয়ামী লীগ কর্মীরা নিজের অস্থিত্ব টিকিয়ে রাখতে কাঁদে কাঁদ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে বসে থাকবে না বলেও মন্তব্য করেছেন।
×