ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সংবর্ধনায় সিক্ত শাহরিয়ার আলম

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ নভেম্বর ২০১৮

রাজশাহীতে সংবর্ধনায় সিক্ত শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এদিকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এলাকায় ফিরেই হাজারও জনতা ও নেতাকর্মীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইদিন পৃথকভাবে রাজশাহীতে ফিরে ব্যাপক সংবধর্না পেয়েছেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন ও রাজশাহী-৪ আসনের প্রকৌশলী এনামুল হক। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হয়ে সোমবার ঢাকা থেকে ট্রেনযোগে নির্বাচনী এলাকা বাঘায় পৌঁছেছে শাহরিয়ার আলম। তাকে বরণ করতে আগে থেকেই রেলওয়ে স্টেশনে দুই উপজেলার হাজারও সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে। ট্রেন থেকে নেমেই ফুলে ফুলে সিক্ত হন শাহরিয়ার আলম। বেলা ১২ টায় আন্তঃনগর এক্সপ্রেস ধূমকেতু ট্রেনে বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে শাহরিয়ার আলম পৌঁছলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সেøাগানে মুখরিত হয়ে ওঠে রেল স্টেশনের চারপাশ। ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন শাহরিয়ার আলম। এ সময় তিনি সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন। শাহরিয়ার আলম এমপি নেতাকর্মীর উদ্দেশে বলেন, এবারের নির্বাচনে যাদেরকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জেতানো সম্ভব দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরই মনোনয়ন দিয়েছেন। ‘আমি মনে করি, আপনারা দলীয় নেতাকর্মীরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা প্রতীক এবার বিজয়ী হবে। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এক কেন্দ্রের মানুষকে আরেক কেন্দ্র এলাকায় প্রবেশ না করার অনুরোধসহ সবাইকে সকর্তকতার সঙ্গে নির্বাচনী আচারণবিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফিরে রাজশাহী বিমানবন্দরে ব্যাপক সংবধর্নায় সিক্ত হন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন ও রাজশাহী-৪ আসনের প্রকৌশলী এনামুল হক। সকালে প্রকৌশলী এনামুল হক ও বিকেলের ফ্লাইটে এলাকায় ফিরেন আয়েন উদ্দিন। এসময় হাজার হাজার নেতাকর্মী তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
×