ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৬:৪৭, ২৭ নভেম্বর ২০১৮

বাগেরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে স্ত্রী রিক্তা বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য সরদার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে রিক্তার পিতা শেখ দেলোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাবুল সরদারের ছেলে সরদার গিয়াস উদ্দিন, গিয়াসের মাতা হাসিনা বেগম, দাউদ সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার ও একই উপজেলার গোয়ালখালী গ্রামের ইয়াকুবের ছেলে আছলাম শেখ। উল্লেখ্য, ২০১৭ সালে ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে রিক্তার সঙ্গে বিজিবি সদস্য সরদার গিয়াস উদ্দিনের বিয়ে হয়। বিয়ের সময় গিয়াসকে সোনাদানাসহ ২ লাখ টাকার প্রয়োজনীয় মাল দেন রিক্তার বাবা। তারপরও বিয়ের পর থেকে বিভিন্নভাবে যৌতুকের দাবিতে রিক্তার ওপর নির্যাতন চালাত গিয়াস ও তার আত্মীয়-স্বজন। এর ধারাবাহিকতায় ১৭ নবেম্বর রাতে মাদকাসক্ত হয়ে বাড়ি ফিরে গিয়াস রিক্তাকে মারধর করে। আছলাম শেখ রিক্তাকে মাটিতে ফেলে দেয়। পরে গলা চেপে ধরে রিক্তার মুখে বিষ ঢেলে দেয় গিয়াস উদ্দিন। রিক্তার পরিবারের লোকেরা খবর পেয়ে রিক্তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা নার্গিস মেমোরিয়াল ক্লিনিক, খুলনা মেডিক্যাল কলেজ এবং গাজী মেডিক্যালে চিকিৎসা করান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২০ নবেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে যাওয়ার পথে রিক্তা মারা যায়। বাঁশখালীতে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব মানিক পাঠান গ্রামে জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে কালা বদন প্রঃ আমির হোসেন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সে এলাকার বাঁচা মিয়া প্রঃ তোতা মিয়ার পুত্র। তবে নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে সংঘটিত বিরোধের জের ধরে নিহত ওই বৃদ্ধের লাশ বিকেলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে প্রেরণ করেছে। এদিকে এই বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী থানা পুলিশের ওসি মোঃ কামাল হোসেন বলেন, স্থানীয় দুটি পক্ষের মধ্যে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাগবিত-ার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বৃদ্ধের মৃত্যু ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে বলা যাবে কি কারণে মৃত্যু ঘটেছে তার। তাছাড়া লাশের সুরুতহাল রিপোর্ট তৈরিতে নিহতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্নহ্নহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান। জানা যায়, কাথরিয়া ইউপির পূর্ব মানিক পাঠান গ্রামের নিহত বাঁচা মিয়ার সঙ্গে একই এলাকার মৃত আবদুচ ছত্তারের পুত্র আবুল কাশেম প্রঃ বাবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার দুপুরে আবুল কাশেম গং জায়গা দখল করতে গেলে বাঁচা মিয়া বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের বাগবিত-া শুরু হয়। এ সময় হঠাৎ বাঁচা মিয়া জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। গলাচিপায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, গলাচিপা উপজেলার উত্তর আমখোলা গ্রামে তিন দিন নিখোঁজের পর বাদল মোল্লা (৪১) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় থানা পুলিশ সোমবার লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে ইদ্রিস মোল্লার ছেলে বাদল মোল্লা গত ২৪ নবেম্বর ভোরে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়। বাদলের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও সন্ধান পায়নি। সোমবার দুপুরে বাড়ির পশ্চিম পাশের জৈনপুরী খানকার পুকুরে বাদলের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়। পুলিশ জানান, বাদল নিখোঁজ হওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের আসািিম করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইদহে যুবক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, হরিণাকু-ু থেকে বুলবুল আহমেদ ওরফে মিলন (৩০) নামে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হরিণাকু-ু উপজেলার ফলসী গ্রামের ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ৩দিন আগে সে শশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সে হরিণাকু-ু উপজেলার নারানকান্দি গ্রামের আজিজুর রহমান মনার ছেলে। সে একটি হত্যা ও অস্ত্র মামলার ৮ বছর কারাভোগের পর জামিনে মুক্ত ছিল। পুলিশ জানায়, বুলবুল আহমেদ ওরফে মিলন ৩দিন আগে বাড়ি থেকে বের হয়। তার শশুরবাড়ি ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে। সোমবার সকালে গ্রামবাসী ধানক্ষেতে গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
×