ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্য যাচাইয়ে ‘চেকোলজি’

প্রকাশিত: ০৬:১৫, ২৭ নভেম্বর ২০১৮

মিথ্যা তথ্য যাচাইয়ে ‘চেকোলজি’

টুইটারে সঠিক ও তথ্যনির্ভর খবর খুব কম ক্ষেত্রেই এক হাজারের বেশি লোকের কাছে পৌঁছায়। অন্যদিকে, এক শতাংশ মিথ্যা খবর (ফেক নিউজ) এক হাজার থেকে এক লাখ লোক শেয়ার করে থাকে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। মিথ্যা সংবাদের এমন আধিক্যের যুগে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা চেকোলজি পদ্ধতির মাধ্যমে বিশ্বের ৯০টি দেশের ছাত্রদের শেখানো হচ্ছে কিভাবে খবর এবং অন্যান্য তথ্যকে যাচাই করতে হবে। সংস্থাটি নিউজ লিটারেসি প্রজেক্ট নামে তাদের এই কার্যক্রম পরিচালনা করছে। নিউজ লিটারেসি প্রজেক্টের প্রধান এ্যালান সি মিলার সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘চেকোলজি নামের একটি পদ্ধতির মাধ্যমে আমরা ছাত্রদের শেখানোর চেষ্টা করি, কিভাবে কোন তথ্যকে বিশ্বাস ও শেয়ার করতে হবে। এই চেকোলজি হচ্ছে একটি ভার্চুয়্যাল ক্লাসরুম যেখানে এসব শেখানো হয়। আপনারা বলতে পারেন আমরা মিথ্যা সংবাদের এ্যান্টিডোট।’-ওয়েবসাইট
×