ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিন থেকে এইডস নির্র্মূল

প্রকাশিত: ০৬:১৫, ২৭ নভেম্বর ২০১৮

জিন থেকে এইডস নির্র্মূল

জিন এডিটিং করে সরানো হল রোগ, সারা জীবনেও আর এইডস রোগ গ্রাস করবে না যমজ শিশুকন্যাদের, দাবি চীনের বিজ্ঞানীদের। শেনঝেন সাদার্ন ইউনিভার্সিটির গবেষক জিয়ানকুই হে নামে এক বিজ্ঞানীর এই দাবির কথা প্রথম জানা যায় ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব টেকনোলজি রিভিউর একটি ভিডিওতে। বিজ্ঞানী জিয়ানকুই দাবি করেছেন, জিন থেকে এইডস রোগের সব রকম সম্ভাবনা মুছে দিয়ে সুস্থ শিশুর জন্ম দিতে সাহায্য করেছেন তারা। শিশু দুটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। ভিডিওতে তিনি জানিয়েছেন, সাত জন এইচআইভি আক্রান্ত যুগলের ভ্রƒণ নিয়ে চলছে এই গবেষণা। একটি ক্ষেত্রে (সিঙ্গল সেলড এমব্রায়ো) মিলেছে ইতিবাচক ফল। ওই গবেষক বলছেন, ভবিষ্যতে এই শিশু দুটির ক্ষেত্রে কোন দিনও এইডস রোগের সম্ভাবনা থাকবে না। এখনও পর্যন্ত কোন গবেষণাপত্র প্রকাশিত হয়নি এ নিয়ে, তাই এই গবেষণা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। -জিনিউজ
×