ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘উন্নয়নের গণতন্ত্র’ স্লোগানের বিরুদ্ধে ইসিতে চিঠি ঐক্যফ্রন্টের

প্রকাশিত: ০৬:১৫, ২৭ নভেম্বর ২০১৮

‘উন্নয়নের গণতন্ত্র’ স্লোগানের বিরুদ্ধে ইসিতে চিঠি ঐক্যফ্রন্টের

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চিঠিতে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য ইসিতে চিঠি দিয়েছে ঐক্র্যফ্রন্ট। সোমবার ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইসিতে পৌঁছে দেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্যাডের উপর এই সেøাগান আছে- ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। সরকারী দফতর থেকে যে চিঠিগুলো দেয়া হয়, সেই চিঠিগুলোতেও এ সেøাগান সম্বলিত সিল মারা হচ্ছে। আবার বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারী প্যাডের উপর এই সেøাগানটি টাইপ করা আছে। নির্বাচনের এই সময়ে আমরা এগুলোকে পরিহার করতে বলেছি। তিনি বলেন, পুলিশ এখনেও প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে তারা কি করে, তাদের ছেলে-মেয়েরা কি করে, আত্মীয়রা কি করে তার খোঁজ নিচ্ছে। এতে তারা বিব্রত হচ্ছে ও ভয় পাচ্ছে। অনেকে এই দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে বলছে। ইসি তালিকাটি চূড়ান্ত করে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। পুলিশ এ তালিকা সংগ্রহ করার ক্ষেত্রে সরকারের হয়ে পক্ষপাতমূলক কাজ করছে। ফলে আমরা চাই এই তালিকা পুনর্নির্ধারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের এই দায়িত্ব দেয়া হোক। আগামী ১০ তারিখের আগে যেন এই তালিকা চূড়ান্ত করা না হয়। তালিকা চূড়ান্ত করার পর যেন তা প্রকাশ্যে ঝুলিয়ে দেন। তিনি বলেন, ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে গরিবদের মধ্যে কম্বল বিতরণের চেষ্টা করা হয়। এখন এ কম্বলগুলো এমপিদের মাধ্যমে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। গরিব মানুষেরা কম্বল পাক, আমরা চাই। তবে আমরা চাই এমপিরা বিতরণ না করে এগুলো ব্যাংকের কর্মকর্তারা বিতরণ করেন এবং স্থানীয় নেতারা এতে সম্পৃক্ত না থাকেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে বলেন, কোনভাবেই যেন নির্বাচনে ইভিএম ব্যবহার না হয়। এটি ব্যবহার করার সিদ্ধান্ত হলেও আমরা চাই নির্বাচন কমিশন যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসে উল্লেখ করেন।
×