ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাঃ মিলনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:১৩, ২৭ নভেম্বর ২০১৮

ডাঃ মিলনের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডাঃ শামসুল আলম খান মিলনের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম-মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক ডাঃ মিলন ১৯৯০ সালের ২৭ নবেম্বর ঘাতকদের গুলিতে শহীদ হন। শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়াও সেখানে আলোচনা সভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গণতন্ত্র ও উন্নয়নকে একে অপরের পরিপূরক উল্লেখ করে বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গণতন্ত্রের অগ্রযাত্রাকেও বেগবান করতে হবে। ডাঃ শামসুল আলম খান মিলনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি। রাাষ্ট্রপতি বলেন, ২৭ নবেম্বর শহীদ ডাঃ মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে পুরোভাগে থাকা শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। তিনি শহীদ ডাঃ মিলনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডাঃ শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে যুবলীগ নেতা নূর হোসেন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।’
×