ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে ছবি উপহার দিলেন মতিয়া

প্রকাশিত: ০৬:১৩, ২৭ নভেম্বর ২০১৮

শেখ হাসিনাকে ছবি উপহার দিলেন মতিয়া

বিডিনিউজ ॥ বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে দুইশ’ বছর ধরে বসছে শত শত ডিঙ্গি নৌকায় সাজানো বড় বড় ঝাঁকা ভর্তি চাল নিয়ে ভাসমান হাট। আর ঐতিহ্যবাহী এই ভাসমান চালের হাটের একটি ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন মতিয়া চৌধুরী। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার সংগৃহীত ওই হাটের ফ্রেমে বাঁধানো একটি ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়। স্থানীয়দের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হাটে বরিশাল অঞ্চলের বিখ্যাত সুগন্ধি জাতের ‘বালাম’ চাল পাওয়া যায়। বালাম ছাড়াও গোদাই চাল ও আউশ পাওয়া যায় এই হাটে। ‘বানারীপাড়া উপজেলার নলেশ্রী, দিদিহার, দাণ্ডয়াট, বাইশারী, মসজিদ বাড়ি, আউরা, কালিবাজার, খোদাবকশ, মঙ্গল, চাখার, বাকপুর, ঝিরাকাঠি, ভৈতস্বর, চালতাবাড়ি, চাউলাকাঠি, কাজলাহার, ব্রাহ্মণকাঠি, জম্বু দ্বীপ গ্রামের ৯৫ শতাংশ কৃষক এই হাটের ওপর নির্ভরশীল।’ বানারীপাড়ার সন্ধ্যা নদীতে চাল বিকিকিনির এই ভাসমান হাট বসে শনি ও মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আউশ ধানের মৌসুম এবং ডিসেম্বর থেকে মার্চে অন্যান্য জাতের ধানের মৌসুমের সময় শনি-মঙ্গলবার ছাড়াও বুধ-শুক্রবারও এই পসরা বসে। ভাসমান এই হাটে প্রতিমণ চাল এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য বাজারে একই ধরনের প্রতিমণ চালের দাম পড়ে এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা। ‘নানান ধরনের চাল পাওয়ার পাশাপাশি ন্যায্যমূল্যের কারণে ভাসমান এই চালের বাজার সবার কাছে বেশ সমাদৃত।’
×