ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করুন ॥ নাসিম

প্রকাশিত: ০৬:১০, ২৭ নভেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করুন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সমৃদ্ধশালী ও উন্নত দেশ গড়ে তুলতে শেখ হাসিনাকে আরও একবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের নির্বাচন উল্লেখ করে তিনি এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করারও আহ্বান জানান। তিনি সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে মনোনয়ন দাখিলের পূর্ববর্তী এক সমাবেশে এ আহ্বান জানান। পরে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে বিশেষ দোয়ায় অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদানদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও তাকে (মোহাম্মদ নাসিম) সিরাজগঞ্জ-১ কাজিপুরে মনোনয়ন দেয়ায় এ অঞ্চলের মানুষ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন মনসুর আলী মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বীথি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, যুগ্ম সম্পাদক আব্দুল বারী সেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, আব্দুল বারী তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, সাবেক ছাত্র নেতা রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ। পরে তিনি দুপুর পৌনে দুটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক উন্নয়নে, শুধু দেশের মানুষই নয় গোটা বিশ্বের সরকার প্রধানগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গী মুক্ত হয়েছে। বিদ্যুতসহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। উন্নয়নের রাজনীতি করে। উন্নয়ন এবং মানুষের ভালবাসা নিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি ছোনগাছায় একটি পথসভায় বক্তব্য দেন।
×