ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল

প্রথম ম্যাচে মুখোমুখি আবাহনী-মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৪:৪১, ২৭ নভেম্বর ২০১৮

প্রথম ম্যাচে মুখোমুখি আবাহনী-মুক্তিযোদ্ধা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ ফুটবলের দশম আসর। টুর্নামেন্ট উপলক্ষে রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী ১৩ দলকে নিয়ে ড্র। তবে ওইদিন কোন সূচী প্রকাশ করেনি বাফুফে। প্রকাশ করে সোমবার। সূচী অনুযায়ী উদ্বোধনী ম্যাচে ‘সি’ গ্রুপে ঢাকা আবাহনী লিমিটেড মোকাবেলা করবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। বিকেল ৫টায় অপর ম্যাচে (‘এ’ গ্রুপ) সাইফ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে টিম বিজেএমসির। আগামী বছর থেকে হকি ফ্র্যাঞ্চাইজি লীগ চালুর পরিকল্পনা স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লীগ চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এরই মধ্যেই স্পন্সরদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। ২০১৯ এর মাঝামাঝিতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে চায় ফেডারেশন। এক সময়কার জমজমাট হকি কয়েকবছর ধরেই রং হারিয়েছে। খেলোয়াড় এবং ক্লাবগুলোর সঙ্গে কর্মকর্তাদের প্রকাশ্য দ্বন্দ্বে দীর্ঘদিন মাঠেই গড়ায়নি হকি। অনেক কাঠখড় পুড়িয়ে খেলা চালু হলেও আবারও অনিশ্চিত পরের লীগ! এর মাঝেই আগামী বছর আরও বড় পরিকল্পনা করছে ফেডারেশন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লীগ চালুর পরিকল্পনা অনেকটাই এগিয়েছে, আলোচনাও চলছে স্পন্সরদের সঙ্গে। আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই। এশিয়ান গেমসের পর কোচ গোপীনাথানের সঙ্গে চুক্তিও শেষ। তবে জাতীয় নির্বাচনের পর জাতীয় দল গঠন করে আবারও মালয়েশিয়ান এই কোচকেই আনার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। মে-জুনের দিকে হতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্ট প্রাইম মিনিস্টার গোল্ডকাপ। সাউথ এশিয়ান বডিবিল্ডিংয়ে বাংলাদেশের দুই সোনা স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বডিবিল্ডিং এ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ শরীর গঠন দল ২ স্বর্ণ, ৩ রৌপ্য ও ২ তা¤্রপদক অর্জন করেছে। মেনস বডিবিল্ডিং ডিভিশনে সুমন চন্দ্র দাস স্বর্ণ, রিয়াজউদ্দিন, আল আমিন শরীফ রৌপ্য এবং আবু সাঈদ মোল্লা ও মিতু চোকদার তা¤্রপদক অর্জন করেন। মেনস ফিজিক ডিভিশনে ইমরানুল হক স্বর্ণ এবং আরিফ চৌধুরী অপু রৌপ্যপদক লাভ করেন।
×