ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুবাই টেস্ট

ইয়াসির ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৪:৪০, ২৭ নভেম্বর ২০১৮

ইয়াসির ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবিতে প্রথম টেস্টে অভিষিক্ত আইজাজ শাহ-ম্যাজিকে ৪ রানের নাটকীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের ৪১৮/৫ (ডিক্লে.)-এর জবাবে দুবাইয়ে এবার প্রতিপক্ষ স্পিনের বিষাক্ত ছোবলে নীল কিউইরা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে মাত্র ৯০ রানে! ফলোঅনে পরে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে কেন উইলিয়ামসনদের সংগ্রহ ১৩১। ইনিংস হার এড়াতে চাই আরও ১৯৭ রান। মাত্র ৪১ রান দিয়ে লেগস্পিনার ইয়াসির শাহ একাই নিয়েছেন ৮ উইকেট! নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানের তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এটি। সেরা ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে আব্দুল কাদিরের ৫৬ রানে ৯ উইকেট। আর ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন সরফরাজ নওয়াজ। ইয়াসিরের ৪১ রানে ৮ উইকেট সংযুক্ত আরব আমিরাতে কোন বোলারের সেরা বোলিং। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর ৪৯ রানে ৮ উইকেট ছিল আগের রেকর্ড। অন্যদিকে ৯০ রানই কেন উইলিয়ামসনের নেতৃত্ব নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর। অথচ উদ্বোধনী জুটিতেই ৫০ রান তুলে ফেলেছিল কিউইরা। একটা সময় স্কোর ছিল ১ উইকেটে ৬১। এরপর ২৯ রানে তারা হারিয়েছে শেষ ৯ উইকেট! বিনা উইকেটে ২৪ রান নিয়ে সোমবার তৃতীয় দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। জিত রাভালকে (৩১) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন ইয়াসির। লাঞ্চ বিরতির এক ওভার আগে নিউজিল্যান্ডের ইনিংসে ধ্বংসযজ্ঞ চালান ইয়াসির। এই লেগ স্পিনার এক ওভারেই তুলে নেন ৩ উইকেট! তাও আবার কোন রান না দিয়েই। প্রথম বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার টম লাথাম (২২)। তৃতীয় ও পঞ্চম, দারুণ দুই ডেলিভারিতে বোল্ড রস টেলর ও হেনরি নিকোলস। লাঞ্চের আগে ৬৩ রানে নেই ৪ উইকেট। লাঞ্চের পর নিউজিল্যান্ডের ইনিংস টিকেছে মাত্র সাড়ে ছয় ওভার! লাঞ্চের পর ইয়াসিরের করা প্রথম ওভারেই রান আউটে কাটা পড়েন বিজে ওয়াটলিং। পরের ওভারে হাসান আলীর বলে এলবিডব্লিউ কলিন ডি গ্র্যান্ডহোম। এরপর নিজের এক ওভারে শুধু উইকেট পাননি, পরের দুই ওভারে দুটি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে এক শ’র আগেই গুটিয়ে দেন ইয়াসির। ৩৫ ওভার তিন বলে ৯০ রানেই শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৫ উইকেটে ৪১৮ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান পায় ৩২৮ রানের বড় লিড। নিউজিল্যান্ডের দুই ওপেনার ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনে নেমে শেষ পর্যন্ত ২৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ থেকে ৯ নম্বরে নামা ছয় ব্যাটসম্যানের পাঁচজনই ডাক মেরেছেন! নিউজিল্যান্ডের শেষ আট ব্যাটসম্যানের স্কোরগুলো এমন- ০, ০, ১, ০, ০, ০, ৪, ০। ইয়াসিরের ৮ উইকেট বাদে অন্য দুই উইকেটের একটি নিয়েছেন হাসান আলি। অন্যটি রান আউট। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ৪১৮/৫ ডিক্লেয়ার (১৬৭ ওভার; ইমাম ৯, হাফিজ ৯, আজহার ৮১, হারিস ১৪৭, শফিক ১২, বাবর ১২৭*, সরফরাজ ৩০* ; গ্রান্ডহোম ২/৪৪, আইজাজ ১/১২০, বোল্ট ১/১০৬) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৯০/১০ (৩৫.৩ ওভার; রাভাল ৩১, লাথাম ২২, উইলিয়ামসন ২৮*, টেইলর ০, নিকোলস ০, ওয়াটলিং ১, গ্রান্ডহোম ০, সোধি ০, ওয়াগনার ০, আইজাজ ০, বোল্ট ০; হাসান ১/২৫, ইয়াসির ৮/৪১) ও দ্বিতীয় ইনিংস ১৩১/২ (৪৩ ওভার; রাভাল ২, লাথাম ৪৪, উইলিয়ামসন ৩০, টেইলর ৪৯*; ইয়াসির ২/৬৫) ** তৃতীয় দিন শেষে
×