ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘চার স্পিনার নিয়ে খেলা বাংলাদেশের কৌশল’

প্রকাশিত: ০৪:৩৯, ২৭ নভেম্বর ২০১৮

‘চার স্পিনার নিয়ে খেলা বাংলাদেশের কৌশল’

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্পিন আক্রমণে বেসামাল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেছে ৫ দিনের টেস্ট ম্যাচ। বাংলাদেশের অন্যতম শক্তিই স্পিন আক্রমণ। তবু সমালোচকদের অনেকেই বলছেন এভাবে জেতার মধ্যে বিশেষ কোন মাহাত্ম্য নেই। কিন্তু বাংলাদেশের কোচ স্টিভ রোডস দাবি করলেন প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রয়োগই ক্রিকেটের সৌন্দর্য। মিরপুরেও ঠিক এমন উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করে সিরিজ ২-০ ব্যবধানে জিততে চান তিনি। আর সেজন্য আবার স্পিনবান্ধব উইকেটে চার স্পিনারে একাদশ সাজাতে চান। রোডস দাবি করেন এটাই এখন বাংলাদেশ দলের রণকৌশল। বাংলাদেশের কোচ হিসেবে রোডসের যাত্রাটা হয়েছিল চরম দুর্দশায়। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল টেস্ট সিরিজে। এরচেয়ে বড় কথা ৪৩ রানে নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংসে গুটিয়ে যাওয়ার ঘটনাও তার প্রথম মিশনেই ঘটেছে। এবার সেই ক্যারিবীয়দের বিপক্ষে চরম শোধ তোলার মোক্ষম সুযোগ পেয়েছেন। চট্টগ্রামে স্পিনবান্ধব উইকেটে ক্যারিবীয়দের বিপর্যস্ত করার পর বেশ ফুরফুরে মেজাজে তিনি। এমনটাই মিরপুর টেস্টেও চাইছেন রোডস। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা সত্যিই দারুণ ছিল। ক্রিকেটারদের মতোই তাদের জন্য আমার অনেক সমীহ আছে। তারা পরের টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমাদের এজন্য প্রস্তুত থাকতে হবে। আমি চাই ২-০ তে জিততে। আমি মনেকরি টার্নিং উইকেটের প্রত্যাশা নিয়েই আপনি উপমহাদেশে আসবেন, তাই এটা বিস্ময়কর কিছু নয়। কলম্বোয় শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচ হচ্ছে টার্নিং উইকেটে। এটা কেবল ভিন্ন ধরনের উইকেট। মনে করে দেখুন এ্যান্টিগা টেস্টের কথা, সেখানে একেবারে ভিন্ন কন্ডিশনে আমরা খেলেছিলাম- সবুজ ও বাউন্সি। সুইং করা ডিউক বল আমাদের অনেক সমস্যায় ফেলেছিল। আমি মনে করি এটাই খেলার আসল সৌন্দর্য। বিশ্বজুড়ে বিভিন্ন পন্থায় বিভিন্ন পরিস্থিতিতে খেলতে হয়, সেটাই ক্রিকেট খেলাটিকে এত সুন্দর করেছে।’ আর সেজন্যই চট্টগ্রামের স্পিনবান্ধব উইকেট নিয়ে সমালোচনা অর্থহীন মনে করেন রোডস। তার বিশ্বাস, এমন উইকেট দেখে সফরকারীরাও অবাক হয়নি। কারণ গত জুলাইয়ে নিজেদের শক্তি অনুসারে ক্যারিবীয়রা উইকেট বানিয়ে ঘায়েল করেছিল সফরকারী বাংলাদেশকে। উপমহাদেশীয় কন্ডিশনে তাই স্পিনারদের দাপট মোকাবেলা করতে হবে এটাই স্বাভাবিক। উল্লেখ্য, বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে এ্যান্টিগা টেস্টে ৩০ উইকেটের মধ্যে ২৪টি পান পেস বোলাররা। আর চট্টগ্রামে ৪০ উইকেটের ৩৪টি নিলেন স্পিনাররা। তাই কন্ডিশন স্পিনের উপযুক্ত থাকলে শুক্রবার শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও চার স্পিনারকে নিয়ে খেলার পক্ষে রোডস। কারণ চার স্পিনার একে অপরের পরিপূরক। তিনি বলেন, ‘ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বেশির ভাগ সময় একটি টেস্ট খেলা হয় দুই স্পিনার, তিন পেসার ও একজন অলরাউন্ডারকে নিয়ে। যখন কোন স্পিনারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ চার পেসার নিয়ে খেলত, সেটা ছিল তাদের কৌশল। যদি আমরা মনে করি চার স্পিনারই ঠিক আছে, এটাই আমাদের কৌশল তাহলে সেটাই আমাদের অনুসরণ করা উচিত।’
×