ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

শেষ ষোলো নিশ্চিতের লড়াই রিয়াল, জুভেন্টাস, ম্যানসিটি, বেয়ার্নের

প্রকাশিত: ০৪:৩৬, ২৭ নভেম্বর ২০১৮

শেষ ষোলো নিশ্চিতের লড়াই রিয়াল, জুভেন্টাস, ম্যানসিটি, বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ আগের রাউন্ডে নকআউট পর্বে এক পা দিয়ে রেখেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ, ইতালির এএস রোমা ও জুভেন্টাস, ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্রতিটি দলই আজ রাতে শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে। ‘জি’ গ্রুপে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিচ্ছে ইতালির এএস রোমা। রোমে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ড্র হলে দু’দলই নকআউট রাউন্ডের টিকেট পাবে। সেক্ষেত্রে বাদ পড়তে হবে গ্রুপের বাকি দুই দল সিএসকেএ মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেনকে। এই দল দুটিও একে অপরের মুখোমুখি হচ্ছে। ‘এইচ’ গ্রুপে সবার উপরে আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়ালেই সেরা ষোলোর টিকেট পাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাওলো দিবালারা। গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজকে বরণ করে নেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। জোশে মরিনহোর দলেরও সুযোগ আছে এই ম্যাচে নকআউট রাউন্ড নিশ্চিত করার। ‘এফ’ গ্রুপ থেকে আরেক ইংলিশ পরাশিক্ত ম্যানচেস্টার সিটির নকআউটে খেলা সময়ের ব্যাপার মাত্র। আজ রাতে ফরাসী ক্লাব লিওর মাঠে না হারলেই পরের রাউন্ডে উঠে যাবে পেপ গার্ডিওলার দল। গ্রুপের আরেক ম্যাচে লড়বে জার্মানির হোফেনহেইম ও ইউক্রেনের শাখতার ডোনেস্ক। ‘ই’ গ্রুপ থেকে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখও এক পা দিয়ে রেখেছে শেষ ষোলোতে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাভারিয়ানরা নিজেদের পাঁচ নম্বর ম্যাচে আতিথ্য দিচ্ছে পর্তুগালের বেনফিকাকে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আরেক ম্যাচে গ্রীসের এ্যাথেন্সকে হারালে নকআউট রাউন্ডে পৌঁছে যাবে হল্যান্ডের আয়াক্সও। ‘ই’ গ্রুপের সবশেষ ম্যাচে গ্রীসের এ্যাথেন্সকে ২-০ গোলে হারিয়ে নকআউট রাউন্ডের কাছাকাছি পৌঁছে যায় বেয়ার্ন মিউনিখ। তাদের পথ অনুসরণ করছে ডাচ ক্লাব আয়াক্সও। পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপের দ্বিতীয় স্থান ভালভাবেই ধরে রেখেছে তারা। ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে জোড়া গোল করে করিম বেনজেমা রিয়ালের হয়ে ২০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। নতুন কোচ সান্টিয়াগো সোলারির অধীনে এটি ছিল রিয়ালের প্রথম ইউরোপিয়ান ম্যাচ। নিজেদের মাঠে রোমাকে ৩-০ গোলে হারিয়েই এবার মুকুট ধরে রাখার মিশন শুরু করেছে রিয়াল। ফিরতি লেগে এবার রোমার মাঠে খেলতে গেছে গ্যালাক্টিকোরা। লা লিগায় সবশেষ ম্যাচে এইবারের কাছে বিধ্বস্ত হওয়া মডরিচ, বেনজেমরা ম্যাচটি জিতেই নকআউট পর্ব নিশ্চিত করতে চায়। আগের ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কির নৈপুণ্যে এ্যাথেন্সকে সহজেই হারায় বেয়ার্ন। এই গ্রুপে বেনফিকা হারলে বেয়ার্নের শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত। কিন্তু তারা ড্র করায় অপেক্ষা বেড়েছে বাভারিয়ানদের। এবার আর অপেক্ষা বাড়াতে চায়না দলটি। সবশেষ ম্যাচে পিছিয়ে থেকেও শেষ চার মিনিটে দুই গোল করে দুর্দান্ত জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে হারের মধুর প্রতিশোধও নিয়েছিল রেড ডেভিলসরা। অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছিল অতিথি ম্যানইউ। ওই জয়ের পর ম্যানইউ কোচ জোশে মরিনহো রোনাল্ডোদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। তবে রোনাল্ডো বলেছিলেন, ওই হার তাদের প্রাপ্য ছিল না। খেলার ধারার বিপরীতে জিতেছে ম্যানইউ। অন্যদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের হ্যাটট্রিকে ভর করে রেকর্ড জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ককে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা।
×