ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরপুরে কাল থেকে টাইগারদের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ নভেম্বর ২০১৮

মিরপুরে কাল থেকে টাইগারদের অনুশীলন শুরু

মোঃ মামুন রশীদ ॥ ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারলে সোমবারই হতো প্রথম টেস্টের শেষ দিন। কিন্তু আড়াই দিন বাকি থাকতেই চট্টগ্রাম টেস্টে পরাভূত হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজের জন্য তাই বাংলাদেশের ক্রিকেটাররা বড় একটা বিরতি পেয়েছেন। মাঠে না থেকে তারা ২ দিন ছুটি কাটিয়েছেন। আজও মাঠে ফেরার বাধ্যবাধকতা নেই। কারণ মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার। বুধবার থেকেই আবার অনুশীলনে নামবে বাংলাদেশ দল। ক্যারিবীয়রাও আজ ফিরবে চট্টগ্রাম থেকে এবং আগামীকাল নামবে অনুশীলনে। তবে সোমবার অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তাইজুল ইসলাম, মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনরা মিরপুর একাডেমিতে ঐচ্ছিক অনুশীলন শুরু করে দিয়েছেন। এই প্রথম ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকার কারণে এখন হোয়াইটওয়াশ করার আশা দলের। প্রথম টেস্টে বাংলাদেশী স্পিনারদের কাছেই আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতে পারেননি সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ঘূর্ণি বলয়ে আটকা পড়ে। এবারও স্বাগতিকরা চাইবে স্পিন আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে। তবে বাংলাদেশ দলও ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে মুমিনুল হকের সেঞ্চুরি এবং টেলএন্ডারদের রানই বাঁচিয়েছিল দলকে, দ্বিতীয় ইনিংসে কোন ব্যাটসম্যানই রান পাননি। গত তিন টেস্টেই টপঅর্ডারদের ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। আর এ কারণেই অধিনায়ক সাকিব মনেপ্রাণে চেয়েছেন ওপেনার তামিম ইকবাল যেন দ্বিতীয় টেস্টে ফেরেন। কিন্তু তিনি মিরপুর টেস্টেও থাকছেন অনুপস্থিত। আঙ্গুলের চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই নামার কথা ছিল তামিমের। মিরপুরের একাডেমি মাঠে নেট অনুশীলনে নিজেকে প্রস্তুত করতেও শুরু করেছিলেন। কিন্তু নতুন করে সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি এবং তার ফেরাটা বিলম্বিত হয়। এরপরও দ্বিতীয় টেস্টে ফিরবেন এমন আশায় বুক বেঁধেছিল দল। কয়েকদিন বিশ্রামের পর আবারও ব্যাট হাতে নিলেও সাইড স্ট্রেইনের ব্যথাটা রয়ে গেছে এ ওপেনারের। তাই তামিমকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘ব্যাপারটি (তামিমের ফেরা) নির্ভর করছে তামিম নিজে ও টিম ম্যানেজমেন্টের উপর। তামিম গতকালও (রবিবার) ব্যাটিং করেছে। তবে ব্যথাটা রয়ে গেছে। তখন আমরা বলেছি বিশ্রাম নিতে।’ এছাড়া কাঁধে চোট পাওয়ায় মিরপুরের সিরিজ নির্ধারণী টেস্টে ওপেনার ইমরুল কায়েসকেও বিশ্রাম দেয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেক্ষেত্রে প্রথম টেস্টের স্কোয়াডে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হওয়া বাঁহাতি তরুণ ওপেনার সাদমান ইসলাম অনিকের সুযোগ মিলে যেতে পারে মিরপুরে। আর চট্টগ্রাম টেস্টে ফেরা ওপেনার সৌম্য সরকার দুই ইনিংসে ব্যর্থ হলেও আরেকটি সুযোগ পেতে চলেছেন তিনি। গত দু’দিন ধরে ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে মুমিনুল, সাকিব, মিঠুন, তাইজুল ফিরেছেন রবিবারেই। তারা সোমবার মিরপুর একাডেমি মাঠে সকালে এসে রানিং, জিম সেশনে সময় কাটিয়েছেন। বাকিরা আজই ঢাকায় ফিরবেন ছুটি কাটিয়ে। ওয়েস্ট ইন্ডিজ দলও ফিরবে আজ। কিন্তু এদিনও কোন অফিসিয়াল অনুশীলন থাকছে না কোন দলেরই। কাল যথারীতি দু’দল অনুশীলন শুরু করবে মিরপুরে। ক্যারিবীয়দের এবারই প্রথম বাংলাদেশের মাটিতে সিরিজ হার ঠেকানোর লড়াই। এর আগে ৪ বার বাংলাদেশ সফরে এসে প্রতিবারই তারা টেস্ট সিরিজ সহজেই জিতে ফিরেছিল। এবার অন্তত সিরিজ জেতা হচ্ছে না তাদের। উল্টো হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় রয়েছে সফরকারীরা। সেদিক থেকে বেশ উজ্জীবিত অবস্থায়ই আছে স্বাগতিক দল। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে পারলে কিংবা মিরপুর টেস্ট ড্র হলেও প্রথমবার ঘরের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয় করবে বাংলাদেশ দল। এর আগে একবারই মাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল সাকিবরা। তারই নেতৃত্বে ২০০৯ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ফিরেছিল বাংলাদেশ দল। দীর্ঘ ৯ বছর পর আবার সেই সাকিবের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে গত টেস্টে ফিরে সাকিবও দুর্দান্ত বোলিং করেছেন। আর দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হতে যথেষ্ট সময় এবং বিশ্রাম পেয়েছেন তিনি। ফর্মের তুঙ্গে থাকা তাইজুল আছেন স্পিন বিভাগের অন্যতম ভরসা হিসেবে। ঘটনাক্রম এবার স্বাগতিক দলের পক্ষেই এগিয়ে চলেছে। তবে সাগরিকার উইকেটের চেয়ে মিরপুরের উইকেটে থাকবে বেশ পার্থক্য। বরাবরের মতোই এবারও শঙ্কা রহস্যময় মিরপুরের উইকেট নিয়ে। তাই শুধু স্পিনারদের ওপরই নয়, ব্যাটসম্যানদের রানে ফেরার বিষয়টি নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে। সেই ভাবনা মাথা থেকে তাড়াতে দ্বিতীয় টেস্টের আগে দু’দিন পুরো দল সুযোগ পাবে অনুশীলন করার।
×