ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাপ্রধানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৪:২৭, ২৭ নভেম্বর ২০১৮

সেনাপ্রধানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাত

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র সোমবার ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরে সৌজন্য সাক্ষাত করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। -বাসস ‘৩০ ডিসেম্বর দেশে ভোট বিপ্লব ঘটবে’ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৬ নবেম্বর ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নোয়াখালী-৫ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আগামী ৩০ ডিসেম্বর দেশে ভোট বিপ্লব ঘটবে এবং গত ১০ বছরে এ সরকারের দলীয় শাসনের অবসান ঘটবে।’ ৫ বছর পর আমি সুযোগ পেয়েছি। গত বছরগুলোতে বিরোধী দলীয় সকল শ্রেণীর মানুষের ওপর নির্মম অত্যাচার, নির্যাতন, হামলা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশী হয়রানি চলছে। এ সব ঘটনা সরকারের মদদেই হয়েছে। সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। ব্যারিস্টার মওদুদ আরও বলেন, আমার নির্বাচনী এলাকার রাজনৈতিক চর্চা ছিল শান্তিপূর্ণ।
×