ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের বিএনপি নেতা ডাঃ শাহাদাত কারাগারে

প্রকাশিত: ০৪:২৬, ২৭ নভেম্বর ২০১৮

চট্টগ্রামের বিএনপি নেতা ডাঃ শাহাদাত কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আদালত এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত এ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সোমবার মহানগর হাকিম আদালতে জামিন প্রার্থনা করতে আসেন ডাঃ শাহাদাত হোসেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। তন্মধ্যে আদালত এলাকায় পুলিশের ওপর হামলা ও কর্তব্য পালনে বাধাদানের অভিযোগে একটি মামলায় শ্যোন এ্যারেস্টের আবেদন ছিল আদালতের কাছে। এ মামলায় ডাঃ শাহাদাতের পক্ষ থেকে জামিন প্রার্থনা করা হয়। কিন্তু শুনানি শেষে বিচারক সে আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। প্রসঙ্গত, বিএনপির গ্রেফতার হওয়া একদল নেতাকর্মীর সঙ্গে সাক্ষাত করতে গত ৭ নবেম্বর ঢাকার সিএমএম আদালতে গিয়ে গ্রেফতার হন বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনাটি ঘটেছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর হওয়ার প্রতিক্রিয়ায়। এ মামলায় ডাঃ শাহাদাত, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ দেড় শ’ জন নেতাকর্মীকে আসামি করা হয়। বেশ কজন গ্রেফতারও রয়েছেন। বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন।
×