ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ভার্সিটি ছাত্রসহ নিহত ১৫

প্রকাশিত: ০৪:২২, ২৭ নভেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনায় ভার্সিটি ছাত্রসহ নিহত ১৫

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে মাদারীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন, ফটিকছড়িতে লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী, গাজীপুরের টঙ্গীতে এক ভার্সিটি শিক্ষার্থী, বরগুনার আমতলীতে সমাপনী পরীক্ষার্থী, সাতক্ষীরায় ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, কুমিল্লায় এক নারীসহ ৩ জন, দিনাজপুরে একজন, সিলেটে একজন ও ঢাকায় দুই জন নিহত হন। রবিবার ও সোমবার দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় চারাগাছ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও দু’জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক ফেনীর দাগনভুইয়ার মোহাম্মদ আলী (৩৫) এবং অপরজন চারা গাছের মালিক পিরোজপুরের নেছারাবাদ এলাকার খোকন বেপারী (৩৪)। আহতরা হলেন, পিরোজপুরের নেছারাবাদ এলাকার আবদুল মালেক (৫৫) ও ফেনীর দাগনভুইয়া এলাকার হৃদয় (২২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বরিশাল থেকে গাছের চারাবোঝাই একটি পিকআপ মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালে সাড়ে ৮টার দিকে পিকআপটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি বাম পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দু’জন নিহত হয়। আহত অপর দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফটিকছড়ি ॥ চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং তাজুরঘাটা নামক স্থানে রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্র্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা স্থানীয় আবেদীয়া দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর ছাত্র। সূত্র জানায়, পাইন্দং ইউনিয়নের ফয়েজ আহম্মদ সওদাগর বাড়ির আবুল বশরের ছেলে মোঃ মাসুদ (১৬), আবু তাহেরের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র মোঃ আরিফ (১৬) ও আবুল কালামের ছেলে নবম শ্রেণীর ছাত্র মোঃ মিজান (১৬) মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মাসুদ ঘটনাস্থলে প্রাণ হারালেও অন্য ২ জন উপজেলা হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। টঙ্গী ॥ সোমবার বেলা ১১ টার দিকে সাবেক টঙ্গী পৌরসভার সামনে সড়ক দুর্ঘটনায় উত্তরার আইইউবিএটির এক ভার্সিটি ছাত্র নিহত হয়েছেন। নিহত নাঈম হাসান (২২) সিএসই শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার পিতার নাম আবুল হোসেন। টঙ্গীর সুরতরঙ্গ রোডের গাজী ভবনে তাদের বাসা। ভার্সিটিতে যাওয়ার পথে সাবেক পৌরসভার সামনে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আমতলী ॥ বরগুনার আমতলী উপজেলার গোজখালী সড়কের বাইনবুনিয়া নামক স্থানে সোমবার সকালে ট্রলির চাপায় ইদিয়ামিন নামের এক ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মা সাবিহা ইয়াসমিন ইরিন ও মোটরসাইকেল চালক খলিলুর রহমান। আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আমতলী পৌরসভার একে স্কুল সংলগ্ন খান ফার্মেসির মালিক মোঃ দেলোয়ার হোসেন খানের একমাত্র কোরানে হাফেজ ছেলে ইদিয়ামিন ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে মা সাবিহা ইয়াসমিন ইরিনকে নিয়ে মোটরসাইকেলে করে গোজখালী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বাইনবুনিয়া নামক স্থানে পেছন দিক থেকে বালিভর্তি একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরীক্ষার্থী ইদিয়ামিন নিহত হয়। মা ইরিন ও মোটরসাইকেল চালক খলিলুর রহমান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা ॥ সোমবার সকালে ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরা স্থলবন্দরগামী একটি ট্রাক আলিপুর নামক স্থানে পৌঁছালে সেখানে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সন্দ্বীপ ॥ চট্টগ্রামের সন্দ্বীপে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ১২ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) শিক্ষার্থী। সোমবার দুপুরে মুছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আজগর হাজী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিইসি পরীক্ষা শেষে বাসযোগে বাড়ি ফিরছিল। দুপুরে মুছাপুর এলাকায় আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি খাদে পড়ে ১২ পিইসি শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় লোকজন শিশুদের দ্রুত উদ্ধার করে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। কুমিল্লা ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। সোমবার চান্দিনা, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনার কলাগাঁও নামক স্থানে সোমবার বিকেলে ঢাকাগামী রয়েল এসি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোঃ বিল্লাল হোসেন (৪০) নামে এক যাত্রী নিহত হন। নিহত বিল্লাল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। এর আগে বেলা ১২টার দিকে দেবিদ্বার উপজেলার দারোড়া-চান্দিনা আঞ্চলিক সড়কের এলাহাবাদ এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে রহিমা বেগম (৪৮) নামে এক নারী নিহত হন। এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে। থানার এসআই ফরিদ উদ্দিন জানান, অজ্ঞাতনামা গাড়ির চাপায় ওই ব্যক্তির দেহ থেকে নাড়ি-ভুঁড়ি বেরিয়ে যায়। তার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। দিনাজপুর ॥ ফুলবাড়ীতে মিনি ট্রাক (পিক-আপ) এর চাপায় দবির উদ্দিন (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ভ্যানের যাত্রী ও বেসরকারী সংস্থা ব্র্যাকের ফুলবাড়ী আঞ্চলিক শাখার ক্যাশিয়ার জান্নাতুন ফেরদৌস (৩৫)। েিসামবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী আঞ্চলিক ব্র্যাক কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রিক্সা-ভ্যানচালক দবির উদ্দিন উপজেলার খয়েরবাড়ী জমিদারপাড়া গ্রামের মৃত বজতুল্যা ম-লের ছেলে ও আহত জান্নাতুন ফেরদৌস উপজেলার আদর্শ কলেজ পাড়া গ্রামের এনামুল হকের স্ত্রী। সিলেট ॥ কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় জুনেদ আহমেদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে দয়ারবাজার যাওয়ার পথে ভোলাগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার ভোরের দিকে রাজধানীর কদমতলীর লাল মসজিদ এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (৩৫) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। দুপুরে ঢামেক মর্গে মনিরের লাশের ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, ভোরের দিকে কদমতলীর লাল মসজিদ এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের হেলপার মনির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার পরপরই ট্রাক দু’টিকে জব্দ করা হয়েছে। এদিকে রবিবার মধ্য রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্ট সংলগ্ন ওভারপাসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ইয়াসিন আরাফাত (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত সাইদুল হক। গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়।
×