ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিমান বন্দরে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রকাশিত: ০৪:১৬, ২৭ নভেম্বর ২০১৮

শাহজালাল বিমান বন্দরে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ব্যাংকগুলোর এলসি ওপেনিং শাখাগুলোকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ স্বীয় বিবেচনায় শনিবার খোলা রাখার নিদের্শনা বহাল রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার খোলা রাখার নিদের্শনার পরিপ্রেক্ষিত্রে কেন্দ্রীয় ব্যাংক এ নিদের্শনা প্রদান করেছেন।’ কমছে ভারতীয় পেঁয়াজের দাম অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারে দেশীয় পাতা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দরে হঠাৎ করেই কমেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। হিলির পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে ৭ থেকে ৮ টাকা কমে প্রতিকেজি আমদানি করা পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে নতুন পেঁয়াজ ওঠায় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। তাই বেশিদামে পেঁয়াজ কেনার পর হঠাৎ এমন দরপতনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। হিলি স্থলবন্দরের শুল্কবিভাগের তথ্য মতে, গেল সাতদিনে ২৩৫ ট্রাকে ৪ হাজার ৮০০ টন পেয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। গোল্ডম্যান স্যাক্সের বিরুদ্ধে মামলা অর্থনৈতিক রিপোর্টার ॥ বহুজাতিক মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের বিরুদ্ধে মামলা করেছে আবুধাবির সার্বভৌম সম্পদ তহবিল ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম ইনভেস্টমেন্ট কোম্পানি। নিউইয়র্কের আদালতে এই মামলা হয়েছে। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তহবিল ওয়ানএমডিবির জালিয়াতি কেলেঙ্কারিতে আইপিআইসিকে জড়ানোর চেষ্টার অভিযোগে গোল্ডম্যান স্যাক্সের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। এ মামলায় বহুজাতিক মার্কিন ব্যাংকটির কয়েকজন সাবেক কর্মকর্তার নামও যুক্ত করা হয়েছে। এছাড়া ওয়ানএমডিবির অঙ্গ প্রতিষ্ঠান আবার ইনভেস্টমেন্টের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে আইপিআইসি।
×