ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৯ সাল থেকে স্কটল্যান্ডে স্বচালিত বাস

প্রকাশিত: ০৪:১৫, ২৭ নভেম্বর ২০১৮

২০১৯ সাল থেকে স্কটল্যান্ডে স্বচালিত বাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সাল থেকে স্কটল্যান্ডের ফোর্থ রোড ব্রিজে শুরু হচ্ছে স্বচালিত বাসের পরীক্ষা। দেশটির ফিফে এবং এডিনবার্গের মধ্যে ১৪ মাইল পথ পাড়ি দেবে এই বাসগুলো। পুরোদমে চালু হওয়ার পর প্রতিটি বাসে ৪২ জন পর্যন্ত যাত্রী উঠতে পারবেন। আর ২০ মিনিট পরপর সপ্তাহে মোট ১০ হাজার বার যাত্রা করবে এই স্বচালিত বাসগুলো। স্কটল্যান্ডে স্বচালিত বাসের পরীক্ষা চালাবে স্টেজকোচ। ২০২১ সালের মধ্যে এই বাসগুলো পুরোদমে যাত্রী সেবা দেবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। পরীক্ষার সময় মোট পাঁচটি একতলা বাস ব্যবহার করা হবে। সাধারণ বাসগুলোকে রূপান্তর করে এতে স্বচালনা প্রযুক্তি যোগ করা হবে। প্রাথমিকভাবে শুধু একটি বাস দিয়ে পরীক্ষা শুরু করে পরে বাসের সংখ্যা বাড়াবে স্টেজকোচ। স্কটল্যান্ডে স্বচালিত বাস সেবা চালুর পেছনে স্টেজকোচই একমাত্র প্রতিষ্ঠান নয়। এতে প্রতিষ্ঠানটির সঙ্গে রয়েছে অ্যালেক্সান্ডার ডেনিস এবং ফিউশন প্রসেসিং-এর মতো প্রতিষ্ঠানও। যুক্তরাজ্যের নীতিমালা অনুযায়ী স্বচালিত বাসে একজন সহকারী চালক থাকা বাধ্যতামূলক। কিন্তু কোন ঘাঁটিতে চালক ছাড়াই চলতে পারবে বাসগুলো। প্রযুক্তিগতভাবে এই বাসগুলো ‘লেভেল ৪ স্বয়ংক্রিয়’ যান। ফলে কিছু কিছু ক্ষেত্রে সহকারী চালক ছাড়াই চালানো যাবে এগুলো। অন্যদিকে লেভেল ৫ স্বয়ংক্রিয় যানগুলোতে কোন অবস্থাতেই সহকারী চালক রাখার বাধ্যবাধকতা নেই। আর এগুলো চালাতে স্টিয়ারিং হুইল এবং প্যাডেল রাখারও দরকার নেই। মেলার পরিবেশেই নেয়া হচ্ছে আয়কর রিটার্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ শেষ সময়ে কর অফিসগুলোতে অনেকটা মেলার পরিবেশেই নেয়া হচ্ছে আয়কর রিটার্ন। কর অফিসের এমন উদ্যোগকে স্বাগত জানালেও করদাতারা বলছেন, আগামী দিনে যেন ঘরে বসে অনলাইনেই রিটার্ন দাখিল করা যায় তা নিশ্চিত করতে হবে এনবিআরকে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হচ্ছে ২ ডিসেম্বর। কর অফিসে এমন মেলার পরিবেশ নিয়ে উচ্ছ্বসিত করদাতারাও। তাদের মতে, রিটার্ন দাখিলের এমন পরিবেশ কর অফিসের ভীতি দূর করবে। শেষ সময়ে বাড়তি চাপ নিতে হলেও সেবাদানে ক্লান্তি নেই সার্কেলের কর কর্মকর্তাদের। জানালেন, বেশ স্বাচ্ছন্দ্যেই রিটার্ন দাখিল করছেন করদাতারা। গতবারের চেয়ে বেড়েছে আদায়ের পরিমাণও। ৩০ নবেম্বর সরকারী ছুটির দিন পড়ায় এবারে আয়কর দাখিলের সময়সীমা শেষ হচ্ছে ২ ডিসেম্বর। তবে এরপর রিটার্ন দাখিল করতে চাইলে গুণতে হবে জরিমানা।
×