ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গানের পাখি শামীম আশিক

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ নভেম্বর ২০১৮

গানের পাখি শামীম আশিক

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম তরুণ সঙ্গীত সাধক শামীম আশিক। তার রক্তে মিশে আছে সুর ও সঙ্গীতের পরমাণু। দীর্ঘদিন ধরেই গান করছেন। তার গাওয়া ‘গানওয়ালা’, ‘প্রতিবেশী’, ‘মন টুকরো’, ‘দুঃখ আমার ঘরের চালা’ শিরোনামের গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে। সম্প্রতি প্রকাশ হওয়া ‘এক কবরে বাড়ি’ গানটি শামীম আশিককে বিশেষভাবে পরিচিতি দিয়েছে। কিন্তু শামীম আশিক শুরুর পথটা মসৃণ ছিল না। কিশোর বয়সে লুকিয়ে লুকিয়ে গান করতেন। গান লেখার মধ্য দিয়ে তার সঙ্গীত যাত্রা শুরু ২০০২ সালে। কণ্ঠশিল্পী এস এম শরতের কণ্ঠে তার লেখা ‘এ বুকে আগুন জ্বলে পুড়ে দেহমন’ গানটি দিয়েই সঙ্গীত জগতে শখের গীতিকার হিসেবে তিনি প্রবেশ করেন। এক পর্যায়ে সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীদের গান শুনে শুনে নিজের ভিতরে ‘গায়ক’ হওয়ার স্বপ্ন বাসা বাঁধে। তখন থেকেই চলে প্রতিনিয়ত নিজেকে শাণিত করার সংগ্রাম। সেই পরিক্রমায় ২০০৮ সালের শেষদিকে ‘কেন স্বপ্ন দেখালে আমায়’ শিরোনামে সলো এলবামের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে শামীম আশিকের। তারপর একে একে তার ৭টি একক এ্যালবাম রিলিজ হয়। প্রতিটিই ছিল শ্রোতাপ্রিয় ও ব্যবসাসফল। গাওয়ার পাশাপাশি নিয়মিত সুর ও সঙ্গীত আয়োজন করছেন শামীম আশিক। তার সুরে দেশের প্রতিষ্ঠিত অনেক তারকা শিল্পীও গেয়েছেন। তার মধ্যে সাজুর কণ্ঠে ‘কি ব্যথা দিলে মোর অন্তরে’, কাজী শুভর কণ্ঠে ‘যত দেখি তত তোমায়’, খালিদের কণ্ঠে ‘ভালবাসো আর নাইবা বাসো’ অন্যতম। তৌসিফ ও একাধিক শিল্পীর কণ্ঠে তার সুর করা গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। মায়ের অনুপ্রেরণা, স্ত্রীর উৎসাহ ও বন্ধুদের আগ্রহে নিরন্তর ছুটে চলা এক নির্ভীক নাবিক শামীম আশিক সুরের ভেলায় চড়ে স্বপ্ন দেখেন বাংলা গানকে শুধু বাংলায় সীমাবদ্ধ না রেখে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে। তারজন্য অনেক অনেক শুভকামনা।
×