ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর মাতাল নৃত্যনন্দন

প্রকাশিত: ০৩:৫৬, ২৭ নভেম্বর ২০১৮

সিঙ্গাপুর মাতাল নৃত্যনন্দন

স্টাফ রিপোর্টার ॥ দেশের নৃত্যাঙ্গনের পরিচিত নাম নৃত্যনন্দন। সংগঠনটির কর্ণধার প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নৃত্যপরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনেক কালজয়ী নৃত্যনাট্য প্রযোজনার মাধ্যমে দেশে ও বিদেশে সুনামের সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়ে আসছে দীর্ঘদিন। সম্প্রতি চীনে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে পারফর্ম করতে যায় সংগঠনের ১৫ সদস্য। সেখানে দলীয় প্রযোজনা রবীন্দ্রনাথের কালজয়ী নৃত্যনাট্য ‘চ-ালিকা’ পরিবেশন করে তারা। সফর শেষে দেশে ফিরেছে সংগঠনের সদস্যরা। নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিঙ্গাপুরের সোটা কনসার্ট হল ১৬ নবেম্বর সন্ধ্যায় ছিল উৎসবমুখর। হল ভর্তি দর্শক আমাদের প্রযোজনা দেখে মুগ্ধ। বিশেষ করে বিদেশের মাটিতে প্রযোজনার সেট ডিজাইন, আলো এবং অন্যান্য বিষয়গুলোর কম্বিনেশনে সবাই অবাক হয়েছে। সেখানে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের দূতাবাসসহ দর্শকও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।
×