ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক সরকারের দুর্নীতির তদন্ত করতে চান সিরিসেনা

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ নভেম্বর ২০১৮

সাবেক সরকারের দুর্নীতির তদন্ত করতে চান সিরিসেনা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা রবিবার বলেছেন, তিনি নতুন একটি কমিশন নিয়োগ করবেন যারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তদন্ত করবে। ফরেন করেসপন্ডেন্টস এ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। সিরিসেনা বলেন, তিনি দেশের সংবিধানের বাইরে গিয়ে বিক্রমাসিংহেকে অপসারণ এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ করেননি। তিনি অভিযোগ করেছেন যে, সাবেক সরকার জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এজন্য তিনি একটি নতুন কমিশন গঠন করবেন যারা ২০১৫ সালে গঠিত নতুন সরকারের দুর্নীতি ও জালিয়াতির তদন্ত করতে প্রতিশ্রুতি থাকবে। আমি নিশ্চিত যে, ওই আমলে গুরুতর প্রকৃতির জালিয়াতি হয়েছে। যদি বর্তমান রাজাপাকসের সরকার পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় তবে তিনি বিক্রমাসিংহেকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন না বলেও জানান। সিরিসেনা আরও বলেন, আমি এমন কাউকে নিয়োগ দেব যাদের সঙ্গে কাজ করতে পারি এবং যার অর্থনৈতিক নীতি এই দেশকে উপকৃত করবে। বর্তমান সঙ্কট গুরুতর নয় এবং এটি শ্রীলঙ্কানদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে না। তিনি আশ্বস্ত করেন, রাজনৈতিক অস্থিরতার শীঘ্রই অবসান হবে। সিরিসেনা ২৬ অক্টোবর হঠাৎ করে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে শ্রীলঙ্কাকে রাজনৈতিক সঙ্কটে নিমজ্জিত করেন। বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট তাকে ক্ষমতাচ্যুত করে সংবিধান লঙ্ঘন করেছেন। ইউএনপি অভিযোগ করেছে যে, সিরিসেনার নিয়োগ করা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী নয়। কেননা পার্লামেন্টে তাদের প্রতি অনাস্থা থাকায় তারা অসহায় হয়ে পড়েছে।
×